লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাইদুর রহমান ওরফে বিপ্লব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তা সেজে চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ী গ্রামে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে সাইদুর রহমান বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে ওসি সেলিম মালিক জানান, ধৃত সাইদুর রহমান বিপ্লবের প্রতারণার ইতিহাস বেশ পুরোনো। তিনি বিভিন্ন সময়ে নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতেন। এমনকি, ২০১৪ সালে এই প্রতারক নিজেকে জেলা প্রশাসক (ডিসি) পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছিলেন। সেই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় তাঁর জেলও হয়েছিল। কিন্তু কারামুক্তির পরও তিনি একই ধরনের প্রতারণা চালিয়ে যান। ওসি বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে দেশের প্রায় সাতটি থানায় মোট আটটি মামলা বিচারাধীন রয়েছে। এই মামলাগুলোতে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি সেলিম মালিক আরও বলেন, সাইদুর রহমান বিপ্লব একটি সুসংগঠিত প্রতারক চক্রের সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে বেকার নারী–পুরুষকে সরকারি চাকরির স্বপ্ন দেখিয়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। সাইদুর রহমান বিপ্লব নিজেকে কখনও শিক্ষা দপ্তরের বড় কর্তা, কখনও খাদ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা আবার কখনও অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন। তাঁর মিষ্টি কথায় বিশ্বাস করে অনেকে সর্বস্বান্ত হয়েছেন।
গোপন সূত্রে খবর পেয়ে কালীগঞ্জ থানা–পুলিশ সম্প্রতি এই প্রতারক চক্রের ওপর নজরদারি শুরু করে। অবশেষে তারা সাইদুর রহমান ওরফে বিপ্লবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।
সংবাদ সম্মেলনে ওসি সেলিম মালিক সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার মধ্যস্থতাকারী বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। যদি কেউ এমন প্রস্তাব দেয়, তবে বুঝতে হবে সেখানে প্রতারণার আশঙ্কা রয়েছে। যেকোনো সন্দেহজনক ব্যক্তির বিষয়ে দ্রুত পুলিশকে জানানোর জন্য অনুরোধ করছি।’
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাইদুর রহমান ওরফে বিপ্লব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তা সেজে চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ী গ্রামে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে সাইদুর রহমান বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে ওসি সেলিম মালিক জানান, ধৃত সাইদুর রহমান বিপ্লবের প্রতারণার ইতিহাস বেশ পুরোনো। তিনি বিভিন্ন সময়ে নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতেন। এমনকি, ২০১৪ সালে এই প্রতারক নিজেকে জেলা প্রশাসক (ডিসি) পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছিলেন। সেই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় তাঁর জেলও হয়েছিল। কিন্তু কারামুক্তির পরও তিনি একই ধরনের প্রতারণা চালিয়ে যান। ওসি বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে দেশের প্রায় সাতটি থানায় মোট আটটি মামলা বিচারাধীন রয়েছে। এই মামলাগুলোতে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি সেলিম মালিক আরও বলেন, সাইদুর রহমান বিপ্লব একটি সুসংগঠিত প্রতারক চক্রের সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে বেকার নারী–পুরুষকে সরকারি চাকরির স্বপ্ন দেখিয়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। সাইদুর রহমান বিপ্লব নিজেকে কখনও শিক্ষা দপ্তরের বড় কর্তা, কখনও খাদ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা আবার কখনও অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন। তাঁর মিষ্টি কথায় বিশ্বাস করে অনেকে সর্বস্বান্ত হয়েছেন।
গোপন সূত্রে খবর পেয়ে কালীগঞ্জ থানা–পুলিশ সম্প্রতি এই প্রতারক চক্রের ওপর নজরদারি শুরু করে। অবশেষে তারা সাইদুর রহমান ওরফে বিপ্লবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।
সংবাদ সম্মেলনে ওসি সেলিম মালিক সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার মধ্যস্থতাকারী বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। যদি কেউ এমন প্রস্তাব দেয়, তবে বুঝতে হবে সেখানে প্রতারণার আশঙ্কা রয়েছে। যেকোনো সন্দেহজনক ব্যক্তির বিষয়ে দ্রুত পুলিশকে জানানোর জন্য অনুরোধ করছি।’
ময়মনসিংহ শহরের হরিকিশোর রায়ের ২০০ বছরের পুরোনো স্মৃতিবিজড়িত একটি বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। তাঁর নামানুসারেই রাস্তার নামকরণ করা হয়েছিল হরিকিশোর রায় রোড। বাড়িটি ভেঙে নতুন ভবন করার উদ্যোগ নেয় শিশু একাডেমি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা।
২৫ মিনিট আগেসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
২ ঘণ্টা আগেপুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) বিবস্ত্র করে এলোপাতাড়ি পেটানোর পর মৃত্যু নিশ্চিত করতে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা হয়। তাঁর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নৃশংস নির্যাতন চালাতে থাকেন মাহমুদুল হাসান মহিন, সহযোগী মোহাম্মদ নান্নু কাজীসহ (৩৩) আসামিরা। নান্নু কাজীকে
২ ঘণ্টা আগেরাজশাহীর তানোর থানার সামনে থেকে এক যুবককে ধরে প্রেসক্লাবে নিয়ে তল্লাশি করেছেন একদল সাংবাদিক ও স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে মাদকদ্রব্য রাখার অভিযোগ তুলে তাঁকে পুলিশে দেওয়ার ভয় দেখানো হয়। পুলিশে না দেওয়ার জন্য দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। দিতে রাজি না হলে ওই যুবককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবক
২ ঘণ্টা আগে