Ajker Patrika

স্মার্ট ফোনকেই আমাদের পাঠাগার বানাতে হবে: সলিমুল্লাহ খান

দোহার (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

ঢাকার দোহারে উজান গণগ্রন্থাগারের ২য় বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 

আজ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া রূপালী জোৎস্নায় (সাবেক মেয়রের বাসবভন) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উজান গণগ্রন্থাগারের সভাপতি আব্দুর রাকিব তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক সলিমুল্লাহ খান। 

এ সময় সলিমুল্লা খান বলেন, ‘বর্তমানে স্মার্ট ফোনের ব্যবহারের চাহিদা অনেক বেড়েছে। শিশুরাও এর দিকে আসক্ত হচ্ছে। তাই তাদেরকে স্মার্ট ফোনের মাধ্যমে পড়ার দিকে আমাদের নিয়ে আসতে হবে। স্মার্ট ফোনে বিভিন্ন বই দিয়ে দিতে হবে, যাতে তারা সেগুলো দেখে পড়ায় অভ্যস্ত হয়।’ 

তিনি আরও বলেন, আমি যখন ছোট থেকেই পড়ার অভ্যস্ত ছিলাম। আমি যখন বিশ্বিবদ্যালয়ের লেখা পড়া করি তখনো আমি লাইব্রেরিতে বসে বসে বিভিন্ন লেখকের লেখা পড়তাম। এ ছাড়াও তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত, জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সুরুজ আলম সুরুজ, কাইয়ুম আহমেদসহ উজান গণগ্রন্থাগারের সদস্যগণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত