Ajker Patrika

রিকশা সাইড দেওয়াকে কেন্দ্র করে যুবক খুন, আহত ২ 

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬: ৩৭
রিকশা সাইড দেওয়াকে কেন্দ্র করে যুবক খুন, আহত ২ 

ঢাকার সাভারে রিকশার সাইড দেওয়াকে কেন্দ্র করে এক যুবকের ছুরিকাঘাতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের তরফ রাজাখাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ মোহসিন হোসেন তুষার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। 

আজ রোববার এ ব্যাপারে নিহতের বোন বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। 

নিহত ব্যক্তির নাম এনামুল হক (৩০)। তাঁর বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। তিনি তরফ রাজাখাট এলাকায় থেকে স্থানীয় একটি আসবাবপত্রের কারখানায় চাকরি করতেন।

সাভার থানারর পুলিশ জানায়, কর্মস্থল থেকে ফেরার পথে শনিবার রাত ১০টার দিকে এনামুল হক তাঁর বাসার মালিকের ছেলে তসলিম (২৮) ও ভাতিজা সাব্বিরের (২৯) সঙ্গে তরফ রাজাখাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। ওই পথে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন পাশের হেমায়েতপুরের মোহসিন হোসেন তুষার। এ সময় সাইড দেওয়াকে কেন্দ্র করে এনামুলের সঙ্গে তুষারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তুষারের সঙ্গে থাকা ছুরি দিয়ে এনামুলের পেটে আঘাত করেন। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তসলিম ও সাব্বিরকেও আঘাত করেন তুষার। আশঙ্কাজনক অবস্থায় এনামুল ও তসলিমকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা এনামুলকে মৃত ঘোষণা করেন। তসলিমকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। সাব্বিরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই জনতা তুষারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এনামুলের বোন মিনারা বেগম জানান, সাইড দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডা হলেও তাঁর ভাই উত্তেজিত হওয়ার মতো তেমন কিছু বলেননি। এর পরেও তুষার হঠাৎ উত্তেজিত হয়ে তাঁর ভাইসহ তিনজনকে ছুরিকাঘাত করেন। এ বিষয়ে তিনি আজ সাভার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ট্যানারি ফাঁড়ির এসআই এখলাছ উদ্দিন ফরাজী বলেন, তুষার দীর্ঘদিন ধরে নানা অপকর্মের সঙ্গে জড়িত রয়েছেন। তাঁর বিরুদ্ধে সাভার থানায় হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। এনামুল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত