Ajker Patrika

খুলনায় যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. আব্দুর রহিম (২৮), তিনি সোনাডাঙ্গা মডেল থানার আদর্শ পল্লি এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকার একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন রহিম। এর কিছুক্ষণ পর ২-৩ জন যুবক তাঁর ওপর অতর্কিত হামলা চালান। তাঁদের ছুরিকাঘাতে রহিম মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় যুবকেরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আহত যুবকের চিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। তবে কী কারণে তাঁর ওপর এ হামলা, তার কোনো তথ্য স্থানীয়রা জানাতে পারেননি।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সোনাডাঙ্গা আদর্শ পল্লির বাসিন্দা আব্দুর রহিম ফল কিনতে বয়রা বাজারে আসেন সন্ধ্যা ৭টার দিকে। ২-৩ জন যুবক তাঁকে প্রথমে ছুরিকাঘাত করেন এবং পরে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন করার জন্য তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত