Ajker Patrika

বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবায় ১৪০ মেডিকেল টিম: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২২, ১৮: ৫৫
বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবায় ১৪০ মেডিকেল টিম: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, এবারের বন্যার কারণে সারা দেশে ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই টিমের সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গিয়ে বন্যা দুর্গতদের স্বাস্থ্যসেবা প্রদান করবেন এবং ঢাকায় একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির কাজ হবে মেডিকেল টিমের সঙ্গে সমন্বয় করে সারা দেশের বন্যার খোঁজখবর রাখা। সিলেট, সুনামগঞ্জ জেলা ও উপজেলায় পৃথক কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মধ্যে সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, চিকিৎসক, নার্সসহ ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন। 

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগরে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটির সকালেই মিলে-মিশে কাজ করছেন। স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবেলেটসহ চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব নিয়ে তাঁরা বন্যা কবলিত মানুষের কাছে যাচ্ছেন। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা, স্পিড বোটসহ যেকোনো বাহনের মাধ্যমে তাঁরা মানুষকে সেবা দিচ্ছেন।’ 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশে আবার করোনার সংক্রমণ বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে সকলকে সচেতন হতে হবে। মাস্ক পরতে হবে এবং টিকা না নিলে অবশ্যই টিকা নিতে হবে।’ 

সিলেটে বন্যা হয়েছে, অনেক জেলা প্লাবিত হয়ে গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি হাসপাতালে বন্যার পানি ঢুকেছে এবং রাস্তাঘাট ডুবে গেছে। বন্যার পানিতে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসাসেবা দেওয়া কষ্টকর হয়ে পড়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেট মেডিকেল কলেজেও বন্যার পানি ঢুকে গেছে, সেখানে বিদ্যুৎ নেই। জেনারেটরের মাধ্যমে আমরা সেই হাসপাতালের কার্যক্রম চালু রেখেছি। বন্যার্ত মানুষের জন্য সরকার সমস্ত কাজ করছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন। 

ত্রিবার্ষিক সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমানের সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমূর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত