Ajker Patrika

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উইলস লিটল ফ্লাওয়ার শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ জুন ২০২৪, ১৩: ৪৫
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উইলস লিটল ফ্লাওয়ার শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কাকরাইল থেকে শুরু হয়ে শান্তিনগর প্রদক্ষিণ করে।

‘মিছিল থেকে গণহত্যা বন্ধ করো’, ‘ফিলিস্তিন স্বাধীন করো’, ‘River To The Sea, Palestine Should Be Free’, ‘Free Free Palestine’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

মিছিলে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়।

দশম শ্রেণির শিক্ষার্থী জারিফ বলে, ফিলিস্তিনে এই গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন ঘোষণা করতে হবে। এ সময় সে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানও জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত