Ajker Patrika

নৌকার বিরোধিতা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
নৌকার বিরোধিতা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিরোধিতা করলে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে উপজেলার দশটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকের মনে ক্ষোভ থাকতে পারে, কারণ অনেকে প্রার্থী হতে চেয়েছেন। এক ইউনিয়নে তো পাঁচজনকে মনোনয়ন দেওয়া যায় না, একজনকে দিতে পারব। কাজেই দুঃখ-বেদনা ভুলে ঐক্যবদ্ধভাবে আপনারা নৌকার জন্য ও আওয়ামী লীগের জন্য কাজ করবেন। 

হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বিরোধিতা করবে, তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বন্ধু নয়। কারণ আপনারা শেখ হাসিনার কথার বিরুদ্ধে যাবেন, এটা আমরা বরদাস্ত করব না। 

অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সহসভাপতি ও পৌর মেয়র মো. রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সদর উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের হাতে দলীয় মনোনয়নপত্রের ফরম তুলে দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত