Ajker Patrika

রূপগঞ্জে চাঁদা দাবির প্রতিবাদে সড়কে বিক্ষোভ, বাধা দিলে পুলিশের ওপর হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে চাঁদা দাবির প্রতিবাদে সড়কে বিক্ষোভ। ছবি: সংগৃহীত
রূপগঞ্জে চাঁদা দাবির প্রতিবাদে সড়কে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিআরটিসি বাস ঠিকাদারদের চাঁদা দাবি ও চালকদের মারধরের প্রতিবাদে ভুলতা-কুড়িল বিশ্বরোডে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। গতকাল বুধবার দুপুরে কাঞ্চন সেতুর পশ্চিম পাশে এই বিক্ষোভ করা হয়। এ সময় কয়েকটি বাস আটকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। সড়ক থেকে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পুলিশ সদস্যের ওপর হামলা করেন অটোরিকশাচালকেরা।

বিক্ষুব্ধ অটোরিকশাচালকদের দাবি, সম্প্রতি কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব ও জিহাদের লোকজন অটোরিকশাচালকদের কাছ থেকে মাসে ৩-৪ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের লোকজন বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুরসহ চালকদের মারধর করেন।

গতকাল বুধবার সকালে আবারও অটোরিকশাচালকদের ওপর চড়াও হন তাঁরা। তাতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশাচালকেরা কাঞ্চন সেতুর পশ্চিম পাশে অবস্থান নেন। সেখানে সড়কে চলাচলরত বিআরটিসি বাস আটকে যাত্রীদের নামিয়ে দেন তাঁরা। অভিযুক্তদের শাস্তির দাবিতে বাস আটকে রাখা হয়।

খবর পেয়ে পূর্বাচল থানার পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে সড়ক থেকে তাঁদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ অটোরিকশাচালকেরা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু ছাইম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করেন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার শিকার পুলিশের এসআই আবু ছাইম বলেন, ‘বিআরটিসি বাস থেকে যাত্রীদের নিরাপদে নামাতে গেলে অটোরিকশাচালকদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। তারা আমাদের ওপর হামলা চালায়।’

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত