ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সুমি আক্তার ও মো. রাসেল মোল্লা ওরফে রূপকের বিয়ে হয়েছিল মাত্র আড়াই মাস আগে। কথা ছিল বিয়ের পরও সুমি চাকরি করবেন। কিন্তু বিয়ের পর রূপক ও তাঁর পরিবার তাঁকে চাকরি ছাড়তে চাপ দিতে থাকে। সুমি চাকরি ছাড়তে না চাওয়ায় শেষ পর্যন্ত তাঁকে হত্যা করেন স্বামী রূপক। আজ বুধবার রাজধানীর মালিবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তার রূপকের দেওয়া স্বীকারোক্তির বরাত দিয়ে এ তথ্য জানায় সিআইডি।
আজ বুধবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মানিকগঞ্জের ঘিওরে নববধূর গলা কেটে হত্যা মামলার আসামি স্বামী মো. রাসেল মোল্লা ওরফে রূপক গতকাল মঙ্গলবার গভীর রাতে ধরা পড়েন সিআইডির হাতে। সিআইডির এলআইসি শাখার একটি দলের অভিযানে রূপককে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
জিজ্ঞাসাবাদে রূপকের দেওয়া স্বীকারোক্তির বরাত দিয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের কাকজোর গ্রামের সুমি আক্তারকে (২২) বিয়ে করেন পার্শ্ববর্তী শোলধারা গ্রামের মো. রাসেল মোল্লা ওরফে রূপক (২৮)। প্রায় আড়াই মাস আগে উভয় পরিবারের সম্মতিতে গত ১৫ মে তাঁদের বিয়ে হয়। বিয়ের সময় কথা ছিল, বিয়ের পরও সুমি চাকরি করবেন। কিন্তু বিয়ের পর সুমির চাকরি ছাড়ার বিষয় নিয়ে দফায় দফায় ঝামেলা তৈরি হয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে। এ ঘটনার জেরে গত ২১ জুলাই রূপকের সঙ্গে সুমির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রূপক সুমিকে মারধর করেন। একপর্যায়ে রূপক সুমি আক্তারকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকলে রূপকের মা রওশন আরা বেগম তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু রূপক আরও বেশি উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে সুমির গলায় কোপ দিয়ে জখম করলে তিনি মারা যান। সুমির মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান রূপক।’
ঘটনার পরদিন নিহত সুমির বাবা রহম আলী (৬০) রূপককে একমাত্র অভিযুক্ত করে মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার পর ছায়া তদন্ত শুরু করে সিআইডি। সর্বশেষ গতকাল ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে রূপককে গ্রেপ্তার করে সিআইডি।
জানা গেছে, মানিকগঞ্জ জজ কোর্টে অ্যাডভোকেটের সহকারী হিসেবে রূপক প্রায় নয় বছর ধরে কাজ করতেন। আড়াই মাস আগে উভয় পরিবারের সম্মতিতে সুমির সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের আগে থেকেই সুমি আক্তার এসডিআই নামের একটি বেসরকারি সংস্থায় বানিয়াজুরী ইউনিয়নে মাঠকর্মী হিসেবে কাজ করতেন। বিয়ের সময় কথা ছিল, সুমি আক্তার বিয়ের পরও চাকরি করবেন। কিন্তু বিয়ের পর স্বামীর পরিবারের সদস্যদের মত পাল্টে যায়।
এ বিষয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ‘বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় চাকরি নিয়ে সৃষ্ট দাম্পত্য কলহের জেরে নববধূ সুমি আক্তারকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একমাত্র এজাহারনামীয় আসামিকে দ্রুততম সময়ে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের একটি উল্লেখযোগ্য অর্জন।’
সুমি আক্তার ও মো. রাসেল মোল্লা ওরফে রূপকের বিয়ে হয়েছিল মাত্র আড়াই মাস আগে। কথা ছিল বিয়ের পরও সুমি চাকরি করবেন। কিন্তু বিয়ের পর রূপক ও তাঁর পরিবার তাঁকে চাকরি ছাড়তে চাপ দিতে থাকে। সুমি চাকরি ছাড়তে না চাওয়ায় শেষ পর্যন্ত তাঁকে হত্যা করেন স্বামী রূপক। আজ বুধবার রাজধানীর মালিবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তার রূপকের দেওয়া স্বীকারোক্তির বরাত দিয়ে এ তথ্য জানায় সিআইডি।
আজ বুধবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মানিকগঞ্জের ঘিওরে নববধূর গলা কেটে হত্যা মামলার আসামি স্বামী মো. রাসেল মোল্লা ওরফে রূপক গতকাল মঙ্গলবার গভীর রাতে ধরা পড়েন সিআইডির হাতে। সিআইডির এলআইসি শাখার একটি দলের অভিযানে রূপককে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
জিজ্ঞাসাবাদে রূপকের দেওয়া স্বীকারোক্তির বরাত দিয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের কাকজোর গ্রামের সুমি আক্তারকে (২২) বিয়ে করেন পার্শ্ববর্তী শোলধারা গ্রামের মো. রাসেল মোল্লা ওরফে রূপক (২৮)। প্রায় আড়াই মাস আগে উভয় পরিবারের সম্মতিতে গত ১৫ মে তাঁদের বিয়ে হয়। বিয়ের সময় কথা ছিল, বিয়ের পরও সুমি চাকরি করবেন। কিন্তু বিয়ের পর সুমির চাকরি ছাড়ার বিষয় নিয়ে দফায় দফায় ঝামেলা তৈরি হয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে। এ ঘটনার জেরে গত ২১ জুলাই রূপকের সঙ্গে সুমির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রূপক সুমিকে মারধর করেন। একপর্যায়ে রূপক সুমি আক্তারকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকলে রূপকের মা রওশন আরা বেগম তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু রূপক আরও বেশি উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে সুমির গলায় কোপ দিয়ে জখম করলে তিনি মারা যান। সুমির মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান রূপক।’
ঘটনার পরদিন নিহত সুমির বাবা রহম আলী (৬০) রূপককে একমাত্র অভিযুক্ত করে মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার পর ছায়া তদন্ত শুরু করে সিআইডি। সর্বশেষ গতকাল ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে রূপককে গ্রেপ্তার করে সিআইডি।
জানা গেছে, মানিকগঞ্জ জজ কোর্টে অ্যাডভোকেটের সহকারী হিসেবে রূপক প্রায় নয় বছর ধরে কাজ করতেন। আড়াই মাস আগে উভয় পরিবারের সম্মতিতে সুমির সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের আগে থেকেই সুমি আক্তার এসডিআই নামের একটি বেসরকারি সংস্থায় বানিয়াজুরী ইউনিয়নে মাঠকর্মী হিসেবে কাজ করতেন। বিয়ের সময় কথা ছিল, সুমি আক্তার বিয়ের পরও চাকরি করবেন। কিন্তু বিয়ের পর স্বামীর পরিবারের সদস্যদের মত পাল্টে যায়।
এ বিষয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ‘বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় চাকরি নিয়ে সৃষ্ট দাম্পত্য কলহের জেরে নববধূ সুমি আক্তারকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একমাত্র এজাহারনামীয় আসামিকে দ্রুততম সময়ে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের একটি উল্লেখযোগ্য অর্জন।’
যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভবদহ অঞ্চল পরিদর্শনকালে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
৭ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির ১৭৮ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর-কালিয়াপাড়া রোডের দত্তপুর এলাকায় চালসহ গাড়ি আটকে দেয়। এ সময় চালক কৌশলে পালিয়ে যেতে চাইলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বেলালাবাদ দত্ত
৪২ মিনিট আগেরাজশাহীর গোদাগাড়ীতে বাড়িতে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকাসহ মাদক কারবারি তারেক হোসেনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মাদারপুর মহল্লায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাড়ে ৬ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে; যার আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেনাটোরের লালপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। এ সময় ওই অ্যাম্বুলেসে থাকা শিমুল আলী (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর ত্রিমোহনী ও নুরুল্লাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিমুল আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা
১ ঘণ্টা আগে