অনলাইন ডেস্ক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার দাবিতে আজ রোববার সকালে ঢাকার আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল ১০টা থেকে কলেজের সামনের সড়কে তারা অবস্থান নেয়। প্রায় আড়াই ঘণ্টা তারা সেখানে অবস্থান করে। এ সময় মিরপুর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবি, কলেজের তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বর্তমানে প্রচলিত লটারি পদ্ধতি মেধার যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ। তাদের মতে, এই পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা হওয়া আবশ্যক।
একজন শিক্ষার্থী বলেন, আমরা অনেকদিন ধরে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষার দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবির কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
শিক্ষার্থীদের অবরোধের কারণে মিরপুর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রীদের। বিক্ষোভ চলাকালীন পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে।
ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার রুহুল কবির খান জানান, যানজটের কারণে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরানোর জন্য আলোচনা চালানো হয়।
কলেজের বিদায়ী অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শামীম ফরহাদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তিনি তাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে বলে আশ্বস্ত করেন।
তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এটি এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলে, অধ্যক্ষ আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে বলে আশ্বস্ত করেছেন। আমরা অপেক্ষা করছি, আমাদের দাবি দ্রুত সমাধান করা হবে।
দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। তবে শিক্ষার্থীদের দাবি, যদি মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার ব্যবস্থা না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দেবে।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার দাবিতে আজ রোববার সকালে ঢাকার আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল ১০টা থেকে কলেজের সামনের সড়কে তারা অবস্থান নেয়। প্রায় আড়াই ঘণ্টা তারা সেখানে অবস্থান করে। এ সময় মিরপুর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবি, কলেজের তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বর্তমানে প্রচলিত লটারি পদ্ধতি মেধার যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ। তাদের মতে, এই পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা হওয়া আবশ্যক।
একজন শিক্ষার্থী বলেন, আমরা অনেকদিন ধরে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষার দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবির কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
শিক্ষার্থীদের অবরোধের কারণে মিরপুর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রীদের। বিক্ষোভ চলাকালীন পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে।
ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার রুহুল কবির খান জানান, যানজটের কারণে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরানোর জন্য আলোচনা চালানো হয়।
কলেজের বিদায়ী অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শামীম ফরহাদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তিনি তাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে বলে আশ্বস্ত করেন।
তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এটি এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলে, অধ্যক্ষ আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে বলে আশ্বস্ত করেছেন। আমরা অপেক্ষা করছি, আমাদের দাবি দ্রুত সমাধান করা হবে।
দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। তবে শিক্ষার্থীদের দাবি, যদি মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার ব্যবস্থা না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দেবে।
নেত্রকোনায় আট বছর বয়সী ছেলেকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান মামলার রায় ঘোষণা করেন।
১৮ মিনিট আগেস্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, রক্তিম শর্মার বিরুদ্ধে তাঁর বিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর খুদেবার্তা (মেসেজ) দেওয়া, শ্লীলতাহানিসহ নানা অভিযোগ রয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে তাঁর কম্পিউটার ট্রেনিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখে আটকে রাখেন স্থানীয় লোকজন। একপর্যায়ে শিক্ষককে...
২৩ মিনিট আগেবগুড়ার শেরপুরে শাহীনুর রহমান (৩০) নামের আওয়ামী লীগের এক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে তাঁর স্ত্রী মোছা. রোকাইয়া বেগম বলেছেন, তাঁর স্বামী রাজনীতির সঙ্গে জড়িত নন...
৪১ মিনিট আগেমৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে