Ajker Patrika

নারায়ণগঞ্জে পলাতক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
শমসের আলী। ছবি: সংগৃহীত
শমসের আলী। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শমসের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার পূর্বাচল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শমসের আলী ওই এলাকার হাসমত আলী ওরফে দয়ালের ছেলে এবং চনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সাবেক ইউপি সদস্য বজলুর রহমানের মৃত্যুর পর উপনির্বাচনের মাধ্যমে শমসের আলী ইউপি সদস্য নির্বাচিত হন। এর পর থেকে তিনি চনপাড়ার নিয়ন্ত্রক হয়ে ওঠেন। চনপাড়াসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক কারবার ও নানা অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন। এ ছাড়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে একক আধিপত্য বিস্তার নিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেন।

গত ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান শমসের। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি লিয়াকত আলী আজকের পত্রিকা বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে পূর্বাচল এলাকা হতে শমসেরকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত