Ajker Patrika

মনোহরদীর বিল থেকে বস্তাবন্দী মানুষের কঙ্কাল উদ্ধার

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ২০: ৪৬
মনোহরদীর বিল থেকে বস্তাবন্দী মানুষের কঙ্কাল উদ্ধার

নরসিংদীর মনোহরদীতে বস্তাবন্দী অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের নালীর বিল থেকে বস্তাবন্দী অবস্থায় এসব কঙ্কাল উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলছেন, বিজয় নামে এক ব্যক্তি মাছ ধরতে নালীর বিলে যান। একপর্যায়ে তাঁর হাতে প্লাস্টিকের বস্তাটি লাগলে সেটি তিনি পানি থেকে ওপরে তোলেন। পরে বস্তাটি খুলে দেখেন, ভেতরে মানুষের কঙ্কাল। কঙ্কালের অংশগুলো লোহার তার দিয়ে বাঁধা ছিল এবং এগুলোতে কিছু একটা লেখা ছিল।

এ ঘটনা বিষয়ে চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উদ্দিন শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনাটি শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। পরে পুলিশকে ফোন করা হলে তারা এসে কঙ্কালগুলো থানায় নিয়ে গেছে।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু কঙ্কালের অংশগুলো লোহার তার দিয়ে জোড়া দেওয়া, তাই ধারণা করা হচ্ছে, এগুলো মেডিকেল ছাত্রদের ব্যবহৃত কঙ্কাল। আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত