Ajker Patrika

জাম্বুরির সমাপনী উপলক্ষে প্রধানমন্ত্রী কাল গাজীপুর যাচ্ছেন

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২০: ০৯
জাম্বুরির সমাপনী উপলক্ষে প্রধানমন্ত্রী কাল গাজীপুর যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে স্কাউট জাম্বুরি সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে কাল বুধবার গাজীপুর আসছেন। ১৯ জানুয়ারি ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় এ জাম্বুরি শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ মঙ্গলবার মৌচাকের জাম্বুরি ময়দানে সমাপনী অনুষ্ঠানের মহড়া হয়েছে। এ উপলক্ষে জাম্বুরি ময়দানে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।

এশিয়া প্যাসিফিক অঞ্চল ছাড়াও ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশের প্রায় ১১ হাজার স্কাউট, স্কাউট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক রোভার স্কাউট ৯ দিনের এই সমাবেশে অংশ নিচ্ছেন।

এদিকে গতকাল সোমবার জাম্বুরিতে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। তাঁবু জলসায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। স্কাউটসের জাতীয় উপকমিশনার (স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ) মো. জামাল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত