Ajker Patrika

শফিকুর রহমানসহ জামায়াতের ১৪৯ নেতা-কর্মীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২০: ৫৫
শফিকুর রহমানসহ জামায়াতের ১৪৯ নেতা-কর্মীর বিচার শুরু

২০১১ সালে নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা এক মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির ১৪৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক অভিযোগ গঠন করেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ গঠনের আগে আসামিপক্ষে করা অব্যাহতির আবেদন নাকচ করে দেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মামলার উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও জামায়াত নেতা মো. রফিকুল ইসলাম খান।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর বিকেলে এ টি এম আজহারের নেতৃত্বে ২৫০০-৩০০০ নেতা-কর্মী মিছিল নিয়ে রাজধানীর শান্তিনগর থেকে রাজমণি ক্রসিংয়ের দিকে আসার সময় কাকরাইল সুপারমার্কেটের সামনে পুলিশের ওপর আক্রমণ করে এবং রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ওই দিনই কাকরাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. মতিউর রহমান রমনা থানায় এ মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৯ সালের ২২ আগস্ট রমনা থানার উপপরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম জামায়াতের ১৫০ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। এর মধ্যে একজন আসামি মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত