Ajker Patrika

হাজারীবাগ বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৬: ৪৯
হাজারীবাগ বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগের ঝাউচরের টিনশেড বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি। ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম বিষয়টি নিশ্চিত করেছে। 

আজ শুক্রবার দুপুর ১২টার একটু আগে হাজারীবাগের ঝাউচরে টিনশেড বস্তিতে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, হাজারীবাগের ঝাউচরের একটি টিনশেড বস্তিতে আগুন লাগে। প্রাথমিকভাবে তিনি জানিয়েছিলেন, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

পরে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অফিসার মো. শফিক জানান, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। 

রাজধানীর হাজারীবাগের ঝাউচরের টিনশেড বস্তিতে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: মেহেদী হাসানফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট, লালবাগের দুটি, মোহাম্মদপুরের দুটি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত