নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ রেলওয়ের মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের ১ হাজার ৮৮৯ জন গেটকিপারদের চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণের দাবিতে গত ১৭ দিন ধরে কমলাপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন পালন করেছেন রেলওয়ের গেটকিপাররা। তবে এখনো তাদের দাবি মেনে নেওয়া হয়নি। কিন্তু রেলওয়ে শ্রমিক লীগের অনুরোধে গেটকিপাররা তাদের এই অনশন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন।
কমলাপুরে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন। রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এসে গেটকিপারদের সঙ্গে কথা বলে অনশন কর্মসূচি স্থগিত করান বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন গেটকিপারদের অনশনের সমন্বয়কারী মো. আল মামুন শেখ।
এই বিষয়ে জানতে চাইলে মো. আল মামুন শেখ বলেন, ‘গত ১৭ দিন ধরে আমরা অনশন কর্মসূচি পালন করেছি। কিন্তু রেলের কোনো কর্মকর্তা-কর্মচারী এসে আমাদের কোনো আশ্বাস দেননি। আজ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি সাধারণ-সম্পাদক আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের অনশন স্থগিত করার জন্য অনুরোধ করেছেন।’
মামুন শেখ বলেন, ‘রেলওয়ে শ্রমিক লীগের সঙ্গে রেলমন্ত্রী কথা বলেছেন। খুব শিগগিরই আমাদের রাজস্ব খাতে স্থানান্তর করার বিষয়ে মন্ত্রী দেখবেন। এই কারণে আমরা সাময়িকভাবে আমাদের অনশন কর্মসূচি স্থগিত করেছি। তবে আগামী তিন মাসের মধ্যে আমাদের দাবি না মানা হলে, রেলওয়ে শ্রমিক লীগসহ আমরা বৃহৎ কর্মসূচির দিকে যাব। প্রয়োজনে জাতীয় আন্দোলন গড়ে তোলা হবে।’
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও রেলওয়ে গেটকিপারদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না। কেন তাদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না, এ ব্যাপারে অতি শিগগিরই যাচাই করা হবে এবং রেলওয়ে গেটকিপারদের চাকরি স্থায়ীকরণের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
গত ২৭ ফেব্রুয়ারি শুরু থেকে রেলের গেটকিপারদের অনির্দিষ্টকালের আমরণ শুরু হয়েছিল। দীর্ঘ সময় অনশনের ফলে ইতিমধ্যে প্রায় দেড় শতাধিক গেটকিপার অসুস্থও হয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ ও ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ শীর্ষক প্রকল্প দুটি ২০১৫ সালের ২৫ জুন একনেক সভায় অনুমোদিত হয়। মূল প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ এরই মধ্যে সমাপ্ত হয়েছে। পাশাপাশি একনেক সভার নির্দেশনাক্রমে পূর্বাঞ্চলে ৮২৯ ও পশ্চিমাঞ্চলে ৮৫১ জনকে গেটকিপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাই প্রকল্প দুটির আওতায় সংস্থানকৃত গেটকিপারদের রাজস্ব খাতে দেওয়ার দাবি জানিয়েছে তারা।
বাংলাদেশ রেলওয়ের মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের ১ হাজার ৮৮৯ জন গেটকিপারদের চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণের দাবিতে গত ১৭ দিন ধরে কমলাপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন পালন করেছেন রেলওয়ের গেটকিপাররা। তবে এখনো তাদের দাবি মেনে নেওয়া হয়নি। কিন্তু রেলওয়ে শ্রমিক লীগের অনুরোধে গেটকিপাররা তাদের এই অনশন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন।
কমলাপুরে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন। রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এসে গেটকিপারদের সঙ্গে কথা বলে অনশন কর্মসূচি স্থগিত করান বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন গেটকিপারদের অনশনের সমন্বয়কারী মো. আল মামুন শেখ।
এই বিষয়ে জানতে চাইলে মো. আল মামুন শেখ বলেন, ‘গত ১৭ দিন ধরে আমরা অনশন কর্মসূচি পালন করেছি। কিন্তু রেলের কোনো কর্মকর্তা-কর্মচারী এসে আমাদের কোনো আশ্বাস দেননি। আজ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি সাধারণ-সম্পাদক আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের অনশন স্থগিত করার জন্য অনুরোধ করেছেন।’
মামুন শেখ বলেন, ‘রেলওয়ে শ্রমিক লীগের সঙ্গে রেলমন্ত্রী কথা বলেছেন। খুব শিগগিরই আমাদের রাজস্ব খাতে স্থানান্তর করার বিষয়ে মন্ত্রী দেখবেন। এই কারণে আমরা সাময়িকভাবে আমাদের অনশন কর্মসূচি স্থগিত করেছি। তবে আগামী তিন মাসের মধ্যে আমাদের দাবি না মানা হলে, রেলওয়ে শ্রমিক লীগসহ আমরা বৃহৎ কর্মসূচির দিকে যাব। প্রয়োজনে জাতীয় আন্দোলন গড়ে তোলা হবে।’
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও রেলওয়ে গেটকিপারদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না। কেন তাদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না, এ ব্যাপারে অতি শিগগিরই যাচাই করা হবে এবং রেলওয়ে গেটকিপারদের চাকরি স্থায়ীকরণের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
গত ২৭ ফেব্রুয়ারি শুরু থেকে রেলের গেটকিপারদের অনির্দিষ্টকালের আমরণ শুরু হয়েছিল। দীর্ঘ সময় অনশনের ফলে ইতিমধ্যে প্রায় দেড় শতাধিক গেটকিপার অসুস্থও হয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ ও ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ শীর্ষক প্রকল্প দুটি ২০১৫ সালের ২৫ জুন একনেক সভায় অনুমোদিত হয়। মূল প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ এরই মধ্যে সমাপ্ত হয়েছে। পাশাপাশি একনেক সভার নির্দেশনাক্রমে পূর্বাঞ্চলে ৮২৯ ও পশ্চিমাঞ্চলে ৮৫১ জনকে গেটকিপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাই প্রকল্প দুটির আওতায় সংস্থানকৃত গেটকিপারদের রাজস্ব খাতে দেওয়ার দাবি জানিয়েছে তারা।
লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে লালমনি এক্সপ্রেসের রেকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে বুড়িমারী-লালমনিরহাট রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে লাইনচ্যুত ২ বগি উদ্ধারসহ লাইন মেরামতের কাজ শুরু করেছে লালমনিরহাট রেল বিভাগ।
৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) মডেলের আদলে স্বাতন্ত্র্য নিশ্চিত করার এক দফা দাবিতে আন্দোলন করছে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। আজ সোমবার শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। ধাওয়া ও লাঠিচার্জে ছত্রভঙ্গ করে
১৫ মিনিট আগেনেছারাবাদে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপোষ মিমাংসার কথা বলে ১ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। মনজুরুল কবির নামের ওই নেতা চামি গ্রামের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
১ ঘণ্টা আগেবগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক হেলপার। আজ সোমবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার নাগরকান্দী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
১ ঘণ্টা আগে