নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
নেছারাবাদে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপস মীমাংসার কথা বলে এক লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। মনজুরুল কবির নামের ওই নেতা চামী গ্রামের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। ভুক্তভোগী পরিবার ওই নেতার সালিস না মেনে থানায় মামলা দেওয়ার পর টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হয়। শুক্রবার উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ২৫ জুলাই বেলা ১১টার দিকে বাড়ির পাশের মনির হোসেন ফরাজির দোকানে যায় ওই শিশুটি। দোকানি মনির তাকে জোর করে দোকানের ভেতর নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনজুরুল কবির অভিযুক্ত পরিবারকে আপস মীমাংসার কথা বলে এক লাখ টাকা আদায় করে নেয়। ধর্ষিতার পরিবার বিষয়টি জেনে নেছারাবাদ থানায় মনির হোসেন ফরাজিকে আসামি করে শনিবার রাতে থানায় মামলা দেয়। পুলিশ আসামি মনিরকে গ্রেপ্তার করে রোববার সকালে পিরোজপুর আদালতে পাঠায়।
অভিযুক্ত মনিরের মা মোসাম্মৎ মাহাফুজা বেগম বলেন, `আমার ছেলে একটু অপরাধ করে বসেছে। এ জন্য তাকে ধরে অনেক মারধর করেছে সাবেক মেম্বার মনজুরুল কবির। পরে চৌকিদার সজীব মাঝির মাধ্যমে মেম্বার এক লাখ টাকা নিয়েছেন। টাকা দেওয়ার পরও আমার ছেলের নামে মামলা হল কেন?’
গ্রাম্য চৌকিদার সজীব মাঝি বলেন, `আমি হাত থেকে কোন টাকা নেইনি। ওয়ার্ড বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য মো. মনজরুল কবির মীমাংসার কথা বলে সবার সামনে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। পরে মামলা হওয়ায় সে টাকা ফেরত দেওয়া হয়েছে। আমি কোন টাকা ধরিনি।’
তবে মনজুরুল কবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোন টাকা নিইনি। কারা টাকা নিয়েছে, তা আমি জানি না। আমি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাবেক ইউপি সদস্য। একটা সালিস বিচারে গেলে নানা লোকে নানা কথা বলতেই পারে। তাতে কি প্রমাণ হয় আমি টাকা নিয়েছি?’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, `এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তারকৃত আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।’
নেছারাবাদে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপস মীমাংসার কথা বলে এক লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। মনজুরুল কবির নামের ওই নেতা চামী গ্রামের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। ভুক্তভোগী পরিবার ওই নেতার সালিস না মেনে থানায় মামলা দেওয়ার পর টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হয়। শুক্রবার উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ২৫ জুলাই বেলা ১১টার দিকে বাড়ির পাশের মনির হোসেন ফরাজির দোকানে যায় ওই শিশুটি। দোকানি মনির তাকে জোর করে দোকানের ভেতর নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনজুরুল কবির অভিযুক্ত পরিবারকে আপস মীমাংসার কথা বলে এক লাখ টাকা আদায় করে নেয়। ধর্ষিতার পরিবার বিষয়টি জেনে নেছারাবাদ থানায় মনির হোসেন ফরাজিকে আসামি করে শনিবার রাতে থানায় মামলা দেয়। পুলিশ আসামি মনিরকে গ্রেপ্তার করে রোববার সকালে পিরোজপুর আদালতে পাঠায়।
অভিযুক্ত মনিরের মা মোসাম্মৎ মাহাফুজা বেগম বলেন, `আমার ছেলে একটু অপরাধ করে বসেছে। এ জন্য তাকে ধরে অনেক মারধর করেছে সাবেক মেম্বার মনজুরুল কবির। পরে চৌকিদার সজীব মাঝির মাধ্যমে মেম্বার এক লাখ টাকা নিয়েছেন। টাকা দেওয়ার পরও আমার ছেলের নামে মামলা হল কেন?’
গ্রাম্য চৌকিদার সজীব মাঝি বলেন, `আমি হাত থেকে কোন টাকা নেইনি। ওয়ার্ড বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য মো. মনজরুল কবির মীমাংসার কথা বলে সবার সামনে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। পরে মামলা হওয়ায় সে টাকা ফেরত দেওয়া হয়েছে। আমি কোন টাকা ধরিনি।’
তবে মনজুরুল কবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোন টাকা নিইনি। কারা টাকা নিয়েছে, তা আমি জানি না। আমি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাবেক ইউপি সদস্য। একটা সালিস বিচারে গেলে নানা লোকে নানা কথা বলতেই পারে। তাতে কি প্রমাণ হয় আমি টাকা নিয়েছি?’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, `এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তারকৃত আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।’
জোয়ারের পানির প্রভাবে কয়েক দিন ধরে সাগর উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আঘাত হানছে উপকূলের বিভিন্ন এলাকায়। গত তিন দিনে সমুদ্রের ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বিভিন্ন অংশ। বর্তমানে ঢেউয়ের আঘাতে সেখানকার সৈকতসংলগ্ন ১১টি হোটেল-রিসোর্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক মো. বাহাদুর খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১০ মিনিট আগেবরগুনার জুলাই যোদ্ধা মো. সজিব সিকদার (২৪) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ সোমবার সকালে বাগেরহাটের ফকিরহাট নামের এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বরগুনার বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মিনিট আগেবরিশাল নগরে মাত্র দুই ঘণ্টার ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়কসহ নিচু এলাকা তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে বরিশাল আবহাওয়া অফিস। এতে বরিশাল নগরীর নিম্নাঞ্চলসহ বেশ কিছু প্রধান সড়ক, অলিগলি জলাবদ্ধ হয়ে পড়ে।
২৮ মিনিট আগে