Ajker Patrika

ধর্ষণকাণ্ড রফাদফার কথা বলে লাখ টাকা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৫: ৩৫
অভিযুক্ত বিএনপি নেতা মনজুরুল কবির। ছবি: সংগৃহীত
অভিযুক্ত বিএনপি নেতা মনজুরুল কবির। ছবি: সংগৃহীত

নেছারাবাদে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপস মীমাংসার কথা বলে এক লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। মনজুরুল কবির নামের ওই নেতা চামী গ্রামের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। ভুক্তভোগী পরিবার ওই নেতার সালিস না মেনে থানায় মামলা দেওয়ার পর টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হয়। শুক্রবার উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২৫ জুলাই বেলা ১১টার দিকে বাড়ির পাশের মনির হোসেন ফরাজির দোকানে যায় ওই শিশুটি। দোকানি মনির তাকে জোর করে দোকানের ভেতর নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনজুরুল কবির অভিযুক্ত পরিবারকে আপস মীমাংসার কথা বলে এক লাখ টাকা আদায় করে নেয়। ধর্ষিতার পরিবার বিষয়টি জেনে নেছারাবাদ থানায় মনির হোসেন ফরাজিকে আসামি করে শনিবার রাতে থানায় মামলা দেয়। পুলিশ আসামি মনিরকে গ্রেপ্তার করে রোববার সকালে পিরোজপুর আদালতে পাঠায়।

অভিযুক্ত মনিরের মা মোসাম্মৎ মাহাফুজা বেগম বলেন, `আমার ছেলে একটু অপরাধ করে বসেছে। এ জন্য তাকে ধরে অনেক মারধর করেছে সাবেক মেম্বার মনজুরুল কবির। পরে চৌকিদার সজীব মাঝির মাধ্যমে মেম্বার এক লাখ টাকা নিয়েছেন। টাকা দেওয়ার পরও আমার ছেলের নামে মামলা হল কেন?’

গ্রাম্য চৌকিদার সজীব মাঝি বলেন, `আমি হাত থেকে কোন টাকা নেইনি। ওয়ার্ড বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য মো. মনজরুল কবির মীমাংসার কথা বলে সবার সামনে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। পরে মামলা হওয়ায় সে টাকা ফেরত দেওয়া হয়েছে। আমি কোন টাকা ধরিনি।’

তবে মনজুরুল কবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোন টাকা নিইনি। কারা টাকা নিয়েছে, তা আমি জানি না। আমি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাবেক ইউপি সদস্য। একটা সালিস বিচারে গেলে নানা লোকে নানা কথা বলতেই পারে। তাতে কি প্রমাণ হয় আমি টাকা নিয়েছি?’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, `এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তারকৃত আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত