নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েক দিন আগেই রংপুর থেকে ঢাকায় এসেছেন জান্নাতুল প্রাপ্তি। শিক্ষাজীবনের নতুন অধ্যায় তিনি শুরু করেছেন সেপ্টেম্বর মাসের শুরু থেকে। সবকিছুই নতুন, পরিবার ছেড়ে নতুন শহরে এসে নিজেকে সামলে নেওয়ার আগেই কিছুটা শঙ্কায় পড়ে গেছেন তিনি।
কয়েক দিন ধরেই অশান্ত ইডেন কলেজের পরিবেশ। প্রাপ্তিকে বারবার পরিবারকে বোঝাতে হচ্ছে তিনি এখানে ঠিক আছেন। প্রাপ্তি বলেন, ‘আমি হলে সিটে উঠিনি এখনো। এখানে এক আত্মীয়ের বাসায় থেকে ক্লাস করছি। গত কয়েক দিনের ঘটনায় আমার পরিবারের সবাই অনেক চিন্তিত। যাদের বাসায় থাকছি, তারাও বলছে কলেজে যাওয়ার দরকার নেই। আমি আসলে বুঝতে পারছি না কী করব।’
শুধু জান্নাতুল প্রাপ্তি নন, নতুন ভর্তি হওয়া অনেক শিক্ষার্থীর মনেই এমন শঙ্কা কাজ করছে। অনেকেই ভাবছেন অন্য প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে গেলে হয়তো চলে যাবেন। কিছুটা হলভীতিও কাজ করছে অনেকের মনে।
ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের মধ্যে দিনাজপুরের তৃষা রানি জানান, যদি অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ হয়, তাহলে সেখানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে পরিবার। তবে আপাতত এখানেই তিনি ক্লাস করবেন।
হলে থাকার বিষয়ে জানতে চাইলে তৃষা রানি বলেন, ‘কী করব বুঝতে পারছি না। পড়তে তো হবেই। অন্য কোথাও সুযোগ না পেলে এখানেই পড়ব। বাসা থেকে যদি বলে হলে উঠতে, হয়তো হলেই উঠব। জানি না কী করব।’
ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসাইফা জাহান বলেন, ‘ঝামেলা মাঝে মাঝেই হতো। হলে থাকি না, তাই হলের বিষয়ে কোনো কথা আমি বলতে পারব না। বান্ধবীদের কাছে অনেক কানাঘুষা শোনা যায় অনেক সময়। কিন্তু সেগুলো তো শোনা কথা। কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা কীভাবে বলব।’
পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী জানান, ইডেন নিয়ে থেকে থেকেই খারাপ কথা শুরু হয়ে যায় কয় দিন পর পর। হলের ছাত্রী মানেই খারাপ—এ কথা এখন সবার মুখে মুখে। একটা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় হওয়া উচিত সেখানকার শিক্ষার মান নিয়ে। শিক্ষার মানটাই শিক্ষার্থীদের জীবনে প্রভাব ফেলবে। কিন্তু এই প্রতিষ্ঠান দিনে দিনে শিক্ষার্থীদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বেশি প্রভাব ফেলছে। অনেকেই বলছেন সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা হওয়ার কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে নানানভাবে ইডেনের শিক্ষার্থীদের ওপর আঙুল তুলছে সবাই।
আজ বুধবার ইডেন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে বেশির ভাগ শিক্ষার্থীই কথা বলতে চাননি সাম্প্রতিক ঘটনার বিষয়ে। পরীক্ষা, ক্লাস সবই চলছে স্বাভাবিক নিয়মে। তবু একটা চাপা অস্বস্তি বিরাজ করছে ইডেন ক্যাম্পাস জুড়ে।
তদন্ত প্রতিবেদন হাতে পেলে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য। তিনি বলেন, ‘কিছু শিক্ষার্থীর কারণে প্রতিষ্ঠানের দুর্নাম হচ্ছে। ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পেলে আমরা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
কয়েক দিন আগেই রংপুর থেকে ঢাকায় এসেছেন জান্নাতুল প্রাপ্তি। শিক্ষাজীবনের নতুন অধ্যায় তিনি শুরু করেছেন সেপ্টেম্বর মাসের শুরু থেকে। সবকিছুই নতুন, পরিবার ছেড়ে নতুন শহরে এসে নিজেকে সামলে নেওয়ার আগেই কিছুটা শঙ্কায় পড়ে গেছেন তিনি।
কয়েক দিন ধরেই অশান্ত ইডেন কলেজের পরিবেশ। প্রাপ্তিকে বারবার পরিবারকে বোঝাতে হচ্ছে তিনি এখানে ঠিক আছেন। প্রাপ্তি বলেন, ‘আমি হলে সিটে উঠিনি এখনো। এখানে এক আত্মীয়ের বাসায় থেকে ক্লাস করছি। গত কয়েক দিনের ঘটনায় আমার পরিবারের সবাই অনেক চিন্তিত। যাদের বাসায় থাকছি, তারাও বলছে কলেজে যাওয়ার দরকার নেই। আমি আসলে বুঝতে পারছি না কী করব।’
শুধু জান্নাতুল প্রাপ্তি নন, নতুন ভর্তি হওয়া অনেক শিক্ষার্থীর মনেই এমন শঙ্কা কাজ করছে। অনেকেই ভাবছেন অন্য প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে গেলে হয়তো চলে যাবেন। কিছুটা হলভীতিও কাজ করছে অনেকের মনে।
ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের মধ্যে দিনাজপুরের তৃষা রানি জানান, যদি অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ হয়, তাহলে সেখানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে পরিবার। তবে আপাতত এখানেই তিনি ক্লাস করবেন।
হলে থাকার বিষয়ে জানতে চাইলে তৃষা রানি বলেন, ‘কী করব বুঝতে পারছি না। পড়তে তো হবেই। অন্য কোথাও সুযোগ না পেলে এখানেই পড়ব। বাসা থেকে যদি বলে হলে উঠতে, হয়তো হলেই উঠব। জানি না কী করব।’
ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসাইফা জাহান বলেন, ‘ঝামেলা মাঝে মাঝেই হতো। হলে থাকি না, তাই হলের বিষয়ে কোনো কথা আমি বলতে পারব না। বান্ধবীদের কাছে অনেক কানাঘুষা শোনা যায় অনেক সময়। কিন্তু সেগুলো তো শোনা কথা। কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা কীভাবে বলব।’
পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী জানান, ইডেন নিয়ে থেকে থেকেই খারাপ কথা শুরু হয়ে যায় কয় দিন পর পর। হলের ছাত্রী মানেই খারাপ—এ কথা এখন সবার মুখে মুখে। একটা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় হওয়া উচিত সেখানকার শিক্ষার মান নিয়ে। শিক্ষার মানটাই শিক্ষার্থীদের জীবনে প্রভাব ফেলবে। কিন্তু এই প্রতিষ্ঠান দিনে দিনে শিক্ষার্থীদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বেশি প্রভাব ফেলছে। অনেকেই বলছেন সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা হওয়ার কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে নানানভাবে ইডেনের শিক্ষার্থীদের ওপর আঙুল তুলছে সবাই।
আজ বুধবার ইডেন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে বেশির ভাগ শিক্ষার্থীই কথা বলতে চাননি সাম্প্রতিক ঘটনার বিষয়ে। পরীক্ষা, ক্লাস সবই চলছে স্বাভাবিক নিয়মে। তবু একটা চাপা অস্বস্তি বিরাজ করছে ইডেন ক্যাম্পাস জুড়ে।
তদন্ত প্রতিবেদন হাতে পেলে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য। তিনি বলেন, ‘কিছু শিক্ষার্থীর কারণে প্রতিষ্ঠানের দুর্নাম হচ্ছে। ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পেলে আমরা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
বরিশালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করা জেলেরা আবারও মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা চালিয়েছেন। এতে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমসহ অন্তত ১৫ জন আহত হন। আজ রোববার বিকেলে হিজলার ধুলখোলা ইউনিয়নসংলগ্ন মেঘনায় হামলার ঘটনা ঘটে। এ সময় কোস্ট গার্ডের সদস্যরা আটটি ফাঁকা গুলি করে ফিরে
৭ মিনিট আগেকুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকার অবৈধ ভারতীয় পোশাক ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি জানান কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
২০ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে এবং নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ওই কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবিরের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
২২ মিনিট আগেকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অবৈধ অস্ত্র প্রদর্শনের অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
১ ঘণ্টা আগে