Ajker Patrika

বিমানবন্দরে ইয়াবাসহ ২ রোহিঙ্গা শিশু গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
বিমানবন্দরে ইয়াবাসহ ২ রোহিঙ্গা শিশু গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ দুজন রোহিঙ্গা শিশুকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিন)। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বিমানবন্দরের এয়ারপোর্ট রেস্টুরেন্টের সামনে থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সাদ্দাম হোসেন (১৫) ও মো. আমিন (১৪)। তারা কক্সবাজার টেকনাফের ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই এর বাসিন্দা মো. সেলিমের ছেলে ছাদ্দাম হোসেন এবং একই ব্লকের আব্দুস সালামের ছেলে আমিন। 

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত টহল দেওয়ার সময় দুজন রোহিঙ্গা শিশুকে সন্দেহ হয়। পরে তাদের দুজনের পকেট তল্লাশি করে প্যাকেটে মোড়ানো অবস্থায় প্রায় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার গণনা চলছে।’ 

জিয়াউল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট টেকনাফ থেকে ঢাকায় নিয়ে এসেছে। তাদেরকে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। ওই নম্বরে যোগাযোগ করে এসব ইয়াবা ট্যাবলেট পৌঁছে দেওয়ার কথা ছিল। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত