উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ দুজন রোহিঙ্গা শিশুকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিন)। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বিমানবন্দরের এয়ারপোর্ট রেস্টুরেন্টের সামনে থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাদ্দাম হোসেন (১৫) ও মো. আমিন (১৪)। তারা কক্সবাজার টেকনাফের ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই এর বাসিন্দা মো. সেলিমের ছেলে ছাদ্দাম হোসেন এবং একই ব্লকের আব্দুস সালামের ছেলে আমিন।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত টহল দেওয়ার সময় দুজন রোহিঙ্গা শিশুকে সন্দেহ হয়। পরে তাদের দুজনের পকেট তল্লাশি করে প্যাকেটে মোড়ানো অবস্থায় প্রায় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার গণনা চলছে।’
জিয়াউল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট টেকনাফ থেকে ঢাকায় নিয়ে এসেছে। তাদেরকে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। ওই নম্বরে যোগাযোগ করে এসব ইয়াবা ট্যাবলেট পৌঁছে দেওয়ার কথা ছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ দুজন রোহিঙ্গা শিশুকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিন)। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বিমানবন্দরের এয়ারপোর্ট রেস্টুরেন্টের সামনে থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাদ্দাম হোসেন (১৫) ও মো. আমিন (১৪)। তারা কক্সবাজার টেকনাফের ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই এর বাসিন্দা মো. সেলিমের ছেলে ছাদ্দাম হোসেন এবং একই ব্লকের আব্দুস সালামের ছেলে আমিন।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত টহল দেওয়ার সময় দুজন রোহিঙ্গা শিশুকে সন্দেহ হয়। পরে তাদের দুজনের পকেট তল্লাশি করে প্যাকেটে মোড়ানো অবস্থায় প্রায় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার গণনা চলছে।’
জিয়াউল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট টেকনাফ থেকে ঢাকায় নিয়ে এসেছে। তাদেরকে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। ওই নম্বরে যোগাযোগ করে এসব ইয়াবা ট্যাবলেট পৌঁছে দেওয়ার কথা ছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় ক্ষুব্ধ রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ বুধবার সকাল থেকে তারা বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করছে। ১০ মিনিটের জন্য অবরোধ করে রাখে রাজধানী
৯ মিনিট আগেবাবা রবীন্দ্রনাথ সরকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। জানা গেছে, ১৯৯৩ সালে চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে কয়েক সপ্তাহ নখ না কাটায় শিক্ষক তাকে নখ কাটার নির্দেশ দেন। কিন্তু কৌতূহলবশত অরুন নখ আর না কেটে বড় করতে থাকেন। একপর্যায়ে সেই নখের প্রতি মায়া জন্মে যায় তার, আর শুরু হয় দীর্ঘ নখ রাখার যাত্রা।
৩৩ মিনিট আগেপ্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তপন রুদ্র স্থানীয় মিয়ার দোকানে একটি সেলুন চালাতেন। কিছুদিন আগে দোকান হারিয়ে বেকার হয়ে পড়েন তিনি। এরপর তিনি মাদকাসক্ত হয়ে পড়লে পরিবারে অভাব আরও বেড়ে যায়।
৩৯ মিনিট আগেকক্সবাজারের উখিয়ায় সমুদ্রসৈকত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে মেরিন ড্রাইভের ইনানী-পাটুয়ারটেক সৈকতে মরদেহটি ভেসে আসে।
৪৩ মিনিট আগে