Ajker Patrika

ভৈরবে ভাইয়ের ছুরির আঘাতে বোন খুন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৯: ৫৮
ভৈরবে ভাইয়ের ছুরির আঘাতে বোন খুন

কিশোরগঞ্জের ভৈরবে আপন ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক সোয়া ৫টার দিকে ভৈরবপুর গাছতলাঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতের নাম আমেনা বেগম (৩৮)। তাঁর স্বামী নাঈম মিয়া প্রবাসে থাকেন। অভিযুক্তের নাম মো. কাল্লু মিয়া (৩৫)। তিনি ভৈরবপুর গাছতলাঘাট এলাকার মো. আব্দুল গফুর মিয়ার ছেলে। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী। মো. কাল্লু মিয়া বর্তমানে পলাতক আছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ভৈরবপুর গাছতলাঘাট এলাকায় তুচ্ছ ঘটনায় বড় বোনকে তাঁর ছোট ভাই ছুরি দিয়ে আঘাত করেন। আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আমেনা বেগম বাবার বাড়ির সম্পত্তি পাওয়ার পর ওই বাড়িতে ঘর বানিয়ে থাকতেন। তাঁর তিন ছেলে। মঙ্গলবার বিকেলে আমেনা বেগমের সঙ্গে ছোট ভাই কাল্লু মিয়ার সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বোনকে মারধর ও ধারালো ছুরি দিয়ে চোখ ও শরীরে আঘাত করেন। এ সময় স্থানীয়রা আমেনা বেগমকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর লাশ রাত আনুমানিক ৮টার দিকে বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত