Ajker Patrika

র‍্যাব-১০-এর অভিযানে ডেমরায় দুই চাঁদাবাজ গ্রেপ্তার

শ্যামপুর (কদমতলী) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৫: ২৪
র‍্যাব-১০-এর অভিযানে ডেমরায় দুই চাঁদাবাজ গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় র‍্যাব-১০-এর অভিযানে দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চাঁদা আদায়ের রসিদ বইসহ বিভিন্ন পরিবহন থেকে আদায়কৃত নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার (৩ আগস্ট) দুপুরে তাঁদের আদালতে পাঠায় ডেমরা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা-রামপুরা সড়েকর স্টাফ কোয়ার্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার হোমনা থানার নলছট গ্রামের চক্কু মিয়ার ছেলে আলী হোসেন (৩৫) এবং কুমিল্লার লাঙ্গলকোট থানার বাম্ব ভূঁইয়াপাড়ার আবু তাহেরের ছেলে আবুল হোসেন (২৫)। তাঁরা দুজনই ডেমরার হাজীনগর এলাকায় ভাড়া থাকতেন। এ বিষয়ে বুধবার সকালে ডেমরা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে র‍্যাব-১০।

র‍্যাবের বরাতে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, স্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা-রামপুরা সড়কে সিটি টোলের নামে অবৈধভাবে গ্রেপ্তারকৃতরা সিএনজি, অটোরিকশা, ট্রাক-লরি ও পিকআপসহ বিভিন্ন যানবাহন ওপেন চাঁদা আদায় করছিলেন। এ সময় তাঁদের চাঁদা আদায়ের রসিদসহ হাতেনাতে গ্রেপ্তার করে র‍্যাব।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত