Ajker Patrika

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৯: ৩০
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শাহাদত হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহাদত হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

শাহাদতের চাচা সুলতান মাহমুদ জানান, শাহাদত হোসেন গত ১৫ ডিসেম্বর নূরানী তালিমুল কোরআন বোর্ডের অধীনে পৌলী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ নিতে যান। আজ শুক্রবার সকালে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে জিআরপি পুলিশে খবর দেয়। 

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ ফজলুল রহমান জানান, আজ সকালে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস (কমিউটার ট্রেন) কালিহাতী উপজেলার পৌলী এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে স্থানীয় নূরানী প্রশিক্ষণকেন্দ্রের এক প্রশিক্ষণার্থীর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত