Ajker Patrika

শান্তিনগরে আওয়ামী লীগ নেতাকে পেটানো অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শান্তিনগরে আওয়ামী লীগ নেতাকে পেটানো অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

রাজধানীর শান্তিনগর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুলের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর পল্টন থানার শান্তিনগর হোয়াইট হাউস ইস্টার্ন প্লাজার পাশে জসিমকে পিটিয়ে আহত করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জসিমের স্বজনেরা জানিয়েছেন, সম্প্রতি জসিমের মেয়ে পল্টন থানা মহিলা লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে আবুলের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে জসিমের মেয়ে সম্পর্কে আজেবাজে লেখালেখি করে আসছে। এ বিষয়ে জসিম আবুলকে জিজ্ঞেস করতে গিয়েছিলেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে আবুল ও তাঁর লোকজন জসিমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে রাতেই হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের একটি সূত্র। এ বিষয়ে জসিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাউন্সিলর এনামুল হক আবুল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘রাতে তিনি শান্তিনগর হোয়াইট হাউসে বসে মিটিং করছিলেন। এই ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।’

এই বিষয়ে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, ‘মারধরের বিষয়টি শুনেছি। তবে এই ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত