গাজীপুরের শ্রীপুরে বৃদ্ধা নারীকে লাথি ও ঘর ভাঙার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, কালিয়াকৈর সার্কেলের এএসপি আজমীর হোসেন ও ইউএনও মো. তরিকুল ইসলাম।
এ সময় তাঁরা অসহায় পরিবারের জন্য আইনের সর্বোচ্চ সুবিধা পাওয়ার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত ফকির।
ঘটনাস্থল পরিদর্শনের সময় কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেন বলেন, ‘একজন বয়স্ক নারীর ওপর এমন আক্রমণ (বুকে লাথি মারা) খুবই বর্বর। এ ব্যাপারে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারেও পুলিশ কাজ শুরু করেছে। আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় সব আইনগত ব্যবস্থাই গ্রহণ করব।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, জমির বিষয়ে মীমাংসা করা হবে। ভুক্তভোগী নারীকে তাঁর বাড়িঘর নির্মাণ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীর বিষয়ে পুলিশ ব্যবস্থা নিবে।
উল্লেখ্য, সম্প্রতি বৃদ্ধাকে লাথি দিয়ে বাড়ি ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ভিডিওতে দেখা যায়, আকলিমা নামের এক নারী তার বাবার কাছ থেকে ক্রয় জমিতে বাড়ি নির্মাণকাজ শুরু করেন। পরে ওই নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও আপন চাচিকে সজোরে বুকে লাথি মেরে ইটের ওপর ফেলে দিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করেন আকলিমার চাচাতো ভাই মাসুদ রানা। এরপর ভাড়া করা লোক দিয়ে সদ্য নির্মিত বাড়ি ভেঙে দেন রানা।
গতকাল সোমবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার উত্তর পেলাইদ গ্রামে এ ঘটনা ঘটে। ধারণকৃত ভিডিওটি সন্ত্রাসীদের ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে সাহস পায়নি ভুক্তভোগী পরিবার। এরপর রাতে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন, নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৫) ও মজলু মিয়ার ছেলে রুমান (২৫) ও আরমান (১৮)।
গাজীপুরের শ্রীপুরে বৃদ্ধা নারীকে লাথি ও ঘর ভাঙার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, কালিয়াকৈর সার্কেলের এএসপি আজমীর হোসেন ও ইউএনও মো. তরিকুল ইসলাম।
এ সময় তাঁরা অসহায় পরিবারের জন্য আইনের সর্বোচ্চ সুবিধা পাওয়ার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত ফকির।
ঘটনাস্থল পরিদর্শনের সময় কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেন বলেন, ‘একজন বয়স্ক নারীর ওপর এমন আক্রমণ (বুকে লাথি মারা) খুবই বর্বর। এ ব্যাপারে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারেও পুলিশ কাজ শুরু করেছে। আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় সব আইনগত ব্যবস্থাই গ্রহণ করব।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, জমির বিষয়ে মীমাংসা করা হবে। ভুক্তভোগী নারীকে তাঁর বাড়িঘর নির্মাণ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীর বিষয়ে পুলিশ ব্যবস্থা নিবে।
উল্লেখ্য, সম্প্রতি বৃদ্ধাকে লাথি দিয়ে বাড়ি ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ভিডিওতে দেখা যায়, আকলিমা নামের এক নারী তার বাবার কাছ থেকে ক্রয় জমিতে বাড়ি নির্মাণকাজ শুরু করেন। পরে ওই নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও আপন চাচিকে সজোরে বুকে লাথি মেরে ইটের ওপর ফেলে দিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করেন আকলিমার চাচাতো ভাই মাসুদ রানা। এরপর ভাড়া করা লোক দিয়ে সদ্য নির্মিত বাড়ি ভেঙে দেন রানা।
গতকাল সোমবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার উত্তর পেলাইদ গ্রামে এ ঘটনা ঘটে। ধারণকৃত ভিডিওটি সন্ত্রাসীদের ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে সাহস পায়নি ভুক্তভোগী পরিবার। এরপর রাতে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন, নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৫) ও মজলু মিয়ার ছেলে রুমান (২৫) ও আরমান (১৮)।
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, বইটি রচনা ও সম্পাদনার সঙ্গে থেকে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জন সরকারি কর্মকর্তা পদ, অর্থ, ফ্ল্যাটসহ নানান সুবিধা নিয়েছেন।
২ মিনিট আগেচট্টগ্রাম নগরের ৩৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ হালিশহর এলাকায় দুদিন ধরে পানি না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। লক্ষাধিক লোকের বসবাস ওই এলাকায়।
৯ মিনিট আগেচিকিৎসকের ওপর হামলা ও কর্মস্থলে নিরাপত্তাহীনতার অভিযোগে আজ রোববার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকেরা। এতে চিকিৎসাসেবা নিতে আসা হাসপাতালে রোগীরা দুর্ভোগে পড়েছে।
১২ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু খালে স্থানীয় এক জেলের জালে একটি বিদেশি এসএলআর অস্ত্র ও ১৩টি গুলি উঠে এসেছে। পরে সেগুলো ৩৪ বিজিবির সদস্যদের কাছে জমা দেওয়া হয়েছে। রোববার (১৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে সীমান্তের ৩১ নম্বর পিলারের পূর্বদিকে শূন্যরেখায় প্রবাহিত খালে মাছ ধরতে গিয়ে এ ঘটনা
১৭ মিনিট আগে