টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর ও টঙ্গীর মানুষ জিম্মিদশা থেকে মুক্তি চায়। মানুষ চাঁদাবাজি, মাদক, দখলবাজ, সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে আছে। এ সময় তিনি নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলের মনোনয়ন বাতিলেরও দাবি জানান। একই সঙ্গে প্রশাসনে ঘাপটি মেরে থাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আত্মীয়স্বজনকে সতর্ক থাকতে অনুরোধ করেন।
আজ রোববার দুপুরে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা এম এম হেলাল উদ্দিনের বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিনের প্রচারণায় বাধা, মাইক ছিনিয়ে নেওয়া ও হুমকির প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।
এ সময় নানা অভিযোগ তুলে জাহিদ আহসান রাসেলের প্রার্থিতা বাতিলের দাবি জানান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘সব অভিযোগ মিডিয়ার মাধ্যমে করা হবে। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগগুলো প্রশাসন মিডিয়ার মাধ্যমে জানবে। আমরা সরাসরি অভিযোগ দেব না।’
গাজীপুর সিটির সাবেক এই মেয়র আরও বলেন, ‘গত ২২ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পথসভায় টঙ্গীতে নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পালিত সন্ত্রাসীরা আমাদের চারটি মাইক ছিনিয়ে নিয়েছে। টঙ্গী সরকারি কলেজ মাঠের ফটকে তালা দিয়েছে। তারা আমাদের লোকজনকে মারধরও করেছে।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) কাজী আলিম উদ্দিন বুদ্দিন বলেন, ‘১৯৭১ সালের মতো টঙ্গীকে হানাদার (প্রতিপক্ষ) মুক্ত করা হবে। ১৮ বছরে গাজীপুর ও টঙ্গীতে কোনো উন্নয়ন হয়নি। মানুষকে জিম্মি করে চাচা-ভাতিজা মিলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এসব নিয়ে চায়ের স্টলে বসে পত্রিকার খবর পড়ে মানুষ সমালোচনা করে। আমি নির্বাচিত হলে ১৯৭১ সালে যেভাবে হানাদার মুক্ত করেছি, ঠিক সেভাবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে গাজীপুর ও টঙ্গীকে হানাদার মুক্ত করব।’
সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিনের কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে স্বতন্ত্র প্রার্থী টঙ্গীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
উল্লেখ্য, গাজীপুর-১, ২ ও ৫ আসনে জাহাঙ্গীর আলম তিনজন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন। তিনি তাঁদের পক্ষে নির্বাচনী বিভিন্ন কাজে অংশ নিচ্ছেন।
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর ও টঙ্গীর মানুষ জিম্মিদশা থেকে মুক্তি চায়। মানুষ চাঁদাবাজি, মাদক, দখলবাজ, সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে আছে। এ সময় তিনি নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলের মনোনয়ন বাতিলেরও দাবি জানান। একই সঙ্গে প্রশাসনে ঘাপটি মেরে থাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আত্মীয়স্বজনকে সতর্ক থাকতে অনুরোধ করেন।
আজ রোববার দুপুরে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা এম এম হেলাল উদ্দিনের বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিনের প্রচারণায় বাধা, মাইক ছিনিয়ে নেওয়া ও হুমকির প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।
এ সময় নানা অভিযোগ তুলে জাহিদ আহসান রাসেলের প্রার্থিতা বাতিলের দাবি জানান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘সব অভিযোগ মিডিয়ার মাধ্যমে করা হবে। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগগুলো প্রশাসন মিডিয়ার মাধ্যমে জানবে। আমরা সরাসরি অভিযোগ দেব না।’
গাজীপুর সিটির সাবেক এই মেয়র আরও বলেন, ‘গত ২২ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পথসভায় টঙ্গীতে নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পালিত সন্ত্রাসীরা আমাদের চারটি মাইক ছিনিয়ে নিয়েছে। টঙ্গী সরকারি কলেজ মাঠের ফটকে তালা দিয়েছে। তারা আমাদের লোকজনকে মারধরও করেছে।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) কাজী আলিম উদ্দিন বুদ্দিন বলেন, ‘১৯৭১ সালের মতো টঙ্গীকে হানাদার (প্রতিপক্ষ) মুক্ত করা হবে। ১৮ বছরে গাজীপুর ও টঙ্গীতে কোনো উন্নয়ন হয়নি। মানুষকে জিম্মি করে চাচা-ভাতিজা মিলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এসব নিয়ে চায়ের স্টলে বসে পত্রিকার খবর পড়ে মানুষ সমালোচনা করে। আমি নির্বাচিত হলে ১৯৭১ সালে যেভাবে হানাদার মুক্ত করেছি, ঠিক সেভাবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে গাজীপুর ও টঙ্গীকে হানাদার মুক্ত করব।’
সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিনের কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে স্বতন্ত্র প্রার্থী টঙ্গীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
উল্লেখ্য, গাজীপুর-১, ২ ও ৫ আসনে জাহাঙ্গীর আলম তিনজন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন। তিনি তাঁদের পক্ষে নির্বাচনী বিভিন্ন কাজে অংশ নিচ্ছেন।
মাত্র সাড়ে পাঁচ বছর বয়সী খুদে ফুটবলার সোহানের অসাধারণ প্রতিভা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাফজয়ী অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে ফুটবল খেলার সরঞ্জা
১ ঘণ্টা আগেনাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে প্রাইভেট কারে সাইদুর রহমান (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইদুর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশের ধারণা, নিহত সাইদুর একজন পেশাদার গাড়িচালক।
২ ঘণ্টা আগেআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত কর্মকর্তা ও ব্যাংকের নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জনের আহতের খবর পাওয়া গেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, তারা সবাই ব্যাংকের বর্তমান কর্মকর্তা ও কর্মচারী। তবে হামলার সময় নিরাপত্তাকর্মীদের লাঠিপেটায় কতজন কর্মকর্তা আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্র ইরফান ওরফে আরমান আলী বাবুর (১১) গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় র্যাব তিনজনকে গ্রেপ্তার করার কথা জানালেও স্থানীয় থানা-পুলিশের বক্তব্যে এসেছে ভিন্ন সুর। র্যাব যেখানে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করছে, সেখানে থানা-পুলিশ বলছে—গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অন্য
২ ঘণ্টা আগে