ফরিদপুর প্রতিনিধি
অবরোধ চলাকালে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় গুলিতে আহত হয়েছেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপনসহ কয়েকজন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর বাহিরদিয়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। গুলিতে আহতের বিষয়টি আজ বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা।
জেলা বিএনপির আহ্বায়ক বলেন, সকালে অবরোধের সমর্থনে ফরিদপুর জেলা সদরের বাহিরদিয়া ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিলেন বিএনপি নেতা-কর্মীরা।
এমন সময় একটি প্রাইভেট কার ও কয়েকটি মোটরসাইকেলে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র লোকজন লাঠি হাতে হামলা করে। আমার নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলতেই শর্টগানের এক রাউন্ড গুলি ছুড়লে জেলা বিএনপির সদস্যসচিব কিবরিয়া স্বপন আহত হন। এ সময় রাকিব নামেও এক কর্মী গুলিতে আহত হন। নিরাপত্তাজনিত কারণে স্বপনকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া হামলায় আরও কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিকি চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের এমন বাহিনী দিয়ে ফ্যাসিস্ট আচরণের তীব্র নিন্দা জানাই। আমরা চলমান আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন করে এই সন্ত্রাসীদের বিচারের আওতায় আনব।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ বলেন, ‘পালাতে গিয়ে কিবরিয়া স্বপন বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কের পাশে ড্রেনে পড়ে গিয়েছিলেন। এ কারণে তাঁর হাতসহ শরীরের বিভিন্ন জায়গা ছিলে গেছে। গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।’
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ‘ফরিদপুরের কোমপুর বাহিরদিয়া এলাকায় কোনো পিকেটিং বা গুলির ঘটনা আমার জানা নেই। সেখানে বিএনপির কোনো অবরোধ কর্মসূচি হয়েছে কি না, তা-ও জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে জানাতে পারব।’
অবরোধ চলাকালে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় গুলিতে আহত হয়েছেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপনসহ কয়েকজন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর বাহিরদিয়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। গুলিতে আহতের বিষয়টি আজ বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা।
জেলা বিএনপির আহ্বায়ক বলেন, সকালে অবরোধের সমর্থনে ফরিদপুর জেলা সদরের বাহিরদিয়া ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিলেন বিএনপি নেতা-কর্মীরা।
এমন সময় একটি প্রাইভেট কার ও কয়েকটি মোটরসাইকেলে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র লোকজন লাঠি হাতে হামলা করে। আমার নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলতেই শর্টগানের এক রাউন্ড গুলি ছুড়লে জেলা বিএনপির সদস্যসচিব কিবরিয়া স্বপন আহত হন। এ সময় রাকিব নামেও এক কর্মী গুলিতে আহত হন। নিরাপত্তাজনিত কারণে স্বপনকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া হামলায় আরও কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিকি চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের এমন বাহিনী দিয়ে ফ্যাসিস্ট আচরণের তীব্র নিন্দা জানাই। আমরা চলমান আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন করে এই সন্ত্রাসীদের বিচারের আওতায় আনব।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ বলেন, ‘পালাতে গিয়ে কিবরিয়া স্বপন বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কের পাশে ড্রেনে পড়ে গিয়েছিলেন। এ কারণে তাঁর হাতসহ শরীরের বিভিন্ন জায়গা ছিলে গেছে। গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।’
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ‘ফরিদপুরের কোমপুর বাহিরদিয়া এলাকায় কোনো পিকেটিং বা গুলির ঘটনা আমার জানা নেই। সেখানে বিএনপির কোনো অবরোধ কর্মসূচি হয়েছে কি না, তা-ও জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে জানাতে পারব।’
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
১ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
১ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
২ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
২ ঘণ্টা আগে