Ajker Patrika

অবশেষে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন আউয়াল 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৩: ৩৯
অবশেষে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন আউয়াল 

৭০ বছরের বৃদ্ধ আউয়াল খাঁ। ১৩ বছর ধরে প্যারালাইজড স্ত্রীকে ভ্যানে করে ভিক্ষা করেন তিনি। ভিক্ষা ও দুজনের দুটি বয়স্ক ভাতার টাকা দিয়েই চলে তাঁদের সংসার। থাকেন টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের একটি জরাজীর্ণ টিনের ঘর ভাড়া নিয়ে। নেই নিজস্ব জমি। তাই শেষ বয়সে শান্তিতে থাকতে মাথা গোঁজার ঠাঁই চেয়েছিলেন তিনি।

তাঁর দারিদ্র্য ও অসহায়ত্ব নিয়ে মানবিক সংবাদ প্রকাশিত হয় আজকের পত্রিকায়। সংবাদটি প্রশাসনের কর্মকর্তাদের নজরে এলে তাঁর জন্য প্রধানমন্ত্রীর উপহারের নতুন একটি ঘর বরাদ্দ করা হয়। কিন্তু সেটি প্রস্তুত না হওয়ায় হস্তান্তর করা হয়নি।

অবশেষে আউয়াল খাঁ ঘর ও দুই শতাংশ জমির মালিক হচ্ছেন। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় টুঙ্গিপাড়ায় আউয়াল খাঁর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে চাবি ও দলিল হস্তান্তর করবেন।

আউয়াল খাঁ আজকের পত্রিকাকে বলেন, ‘সারা জীবন মানুষের বাড়ি থেকেছি। শেষ বয়সে চলাফেরার শক্তিও হারিয়ে ফেলেছি। তবু পেট চালাতে স্ত্রীকে নিয়ে ভ্যানে করে ভিক্ষা করতে হয়। ভিক্ষার টাকা ও দুটি ভাতার টাকা দিয়ে চলে সংসার। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম প্রধানমন্ত্রীর উপহারের নতুন একটি ঘর দেওয়ার আশ্বাস দেন।’

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ এ ঘর পাচ্ছেন আউয়াল খাঁআউয়াল খাঁ আজকের পত্রিকাকে আরও বলেন, ‘আগামীকাল জমিসহ ঘর পাচ্ছি, এখানেই আমার মাথা গোঁজার ঠাঁই হবে স্ত্রীকে নিয়ে। বাকি জীবন নিজের বাড়িতে কাটাতে পারব। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা।’ 

ইউএনও মো. আল মামুন আজকের পত্রিকাকে বলেন, আগামীকাল বুধবার উপজেলার ১৬৪টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল যুক্ত হয়ে ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ ঘর হস্তান্তর করবেন। এর মধ্য দিয়ে টুঙ্গিপাড়া উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে। 

ইউএনও আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ গ্রহণ করেন। এই প্রকল্পের আওতায় টুঙ্গিপাড়া গৃহহীন ও ভূমিহীন ৩১৪টি পরিবারকে চিহ্নিত করা হয়। ইতিমধ্যে ১৫০টি ঘর বিতরণ করা হয়েছে। শেষ ধাপে ২২ মার্চ আরও ১৬৪টি পরিবারকে ঘর দেওয়ার মধ্য দিয়ে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে টুঙ্গিপাড়া উপজেলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত