নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বগাঁও এলাকায় শীতলক্ষ্যার তীর দখল করে গড়ে তোলা ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার এই অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এ সময় দুই বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির যুগ্ম পরিচালক শহীদ উল্ল্যাহ।
জানা গেছে, শীতলক্ষ্যার তীর দখল করে গড়ে তোলা শবনব ভেজিটেবল অয়েলের বর্ধিত অংশ, জান্নাত ওভারসিজের বর্ধিত অংশ, বাঁশের জেটিসহ ২৫টি অবৈধ স্থাপনা আজ সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে দুজন বালু ব্যবসায়ীকে শীতলক্ষ্যা নদী ভরাটের অভিযোগে এক লাখ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নদীর জায়গায় রাখা বালু ও ইট ৬০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, উচ্চ আদালতের নির্দেশে নদী দখলকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। আজ ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা ও জব্দ করা মালপত্র নিলামে বিক্রি করা হয়েছে। এটা দখলদারদের জন্য সতর্কবার্তা। সীমানা পিলারের ভেতরে যাঁরাই স্থাপনা নির্মাণ করবেন তাঁদের উচ্ছেদ ও জরিমানা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর উপপরিচালক ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন প্রমুখ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বগাঁও এলাকায় শীতলক্ষ্যার তীর দখল করে গড়ে তোলা ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার এই অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এ সময় দুই বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির যুগ্ম পরিচালক শহীদ উল্ল্যাহ।
জানা গেছে, শীতলক্ষ্যার তীর দখল করে গড়ে তোলা শবনব ভেজিটেবল অয়েলের বর্ধিত অংশ, জান্নাত ওভারসিজের বর্ধিত অংশ, বাঁশের জেটিসহ ২৫টি অবৈধ স্থাপনা আজ সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে দুজন বালু ব্যবসায়ীকে শীতলক্ষ্যা নদী ভরাটের অভিযোগে এক লাখ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নদীর জায়গায় রাখা বালু ও ইট ৬০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, উচ্চ আদালতের নির্দেশে নদী দখলকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। আজ ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা ও জব্দ করা মালপত্র নিলামে বিক্রি করা হয়েছে। এটা দখলদারদের জন্য সতর্কবার্তা। সীমানা পিলারের ভেতরে যাঁরাই স্থাপনা নির্মাণ করবেন তাঁদের উচ্ছেদ ও জরিমানা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর উপপরিচালক ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন প্রমুখ।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৫ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩২ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৭ মিনিট আগে