সকালে বাড্ডা থানার মেসে অগ্নিসংযোগ, জানালার গ্রিল কেটে লুটপাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৪: ২৬
Thumbnail image

রাজধানীর বাড্ডা থানার পুলিশ মেসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলতে দেখা গেছে। তবে ভেতরে কোনো পুলিশ সদস্য নেই বলে জানা গেছে। 

আজ মঙ্গলবার সকালে এ অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকালে বাড্ডা সড়ক থেকে থানার গলিতে ঢুকতেই দুটি পোড়া গাড়ি চোখে পড়ে। এলাকার সব ইন্টারনেট সংযোগের সংস্কার চলছে। পুলিশ মেসে দেওয়া আগুন জ্বলছে। এর মধ্যে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র বের করে নিচ্ছে মানুষ। ঘটনাস্থল ঘিরে দাঁড়িয়ে এ ঘটনা দেখছে উৎসুক জনতা। 

কয়েকজনের হাতে পুরোনো ডেস্কটপ দেখা যায়। এগুলো কোথা থেকে পেয়েছেন—এমন প্রশ্নে কেউ কোনো উত্তর দেননি। 

স্থানীয় এক বাসিন্দাকে বলতে শোনা যায়—‘এখানে এলাকার অনেকের সার্টিফিকেটসহ বিভিন্ন পুলিশি কাগজ আছে। তাই আগুন দেওয়া ঠিক হয়নি।’ 

বাড্ডা থানার পুলিশ মেসে জ্বলছে আগুন। ছবি: আজকের পত্রিকাতবে থানা ও মেসের আশপাশেও কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত