নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্মিলিত শিক্ষা আন্দোলন ২০২৩ নামে একটি ফেসবুক গ্রুপের মডারেটর সুলতানা নাসরীন তাজ ওরফে তাপসী খানকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার তাপসী উপস্থিত হয়ে হাইকোর্টে জামিনের আবেদন করলে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ.কে.এম জহিরুল হকের বেঞ্চ তাঁকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন।
এর আগে জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সহকারী সচিব মো. আলমগীর হোসেন গত ২১ নভেম্বর রাজধানীর মতিঝিল থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় সাইবার নিরাপত্তা আইনের ১৭/২৪/২৫/২৮/২৯/৩১/৩৩ ধারাসহ দণ্ডিবিধির ৩৭৯/ ১০৯ ধারার অপরাধের অভিযোগ আনা হয়।
জানা গেছে, তাপসী খানের মেয়ে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। তিনি তাঁর মেয়েকে জিজ্ঞেস করেন ধর্মীয় শিক্ষা পরীক্ষার বার্ষিক মূল্যায়নে তাকে কী প্রশ্ন করা হয়েছিল।
জবাবে তার মেয়ে জানায়, ‘ধর্ম সম্পর্কে কথা বলেন এমন একজন ব্যক্তির ছবি আঁকতে বলা হয় এবং তার সম্পর্কে লিখতে বলা হয়।’ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাপসী খান ফেসবুকে লেখেন ‘ধর্ম পরীক্ষার মূল্যায়নে আমার মেয়েকে একজন নবীর ছবি আঁকতে বলা হয়। আমার মেয়ে ছবি আঁকেনি। মুসলিম হিসেবে এটা মেনে নিতে পারি না। কীভাবে সহ্য করব? আল্লাহ মাফ করুন।’
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার ও সোলায়মান তুষার।
ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির বলেন, ‘তাপসী খান ফেসবুকে যে পোস্ট করেছেন তা কোনোভাবেই সাইবার নিরাপত্তা আইনে অপরাধ হতে পারে না। সংবিধান অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার। তিনি কোনো আইন লঙ্ঘন করেননি। তাঁকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।’
ব্যারিস্টার হুমায়ন কবির আরও বলেন, ‘তাপসী খানের তিনটি শিশু কন্যাসন্তান রয়েছে। মামলার কারণে তিনি হয়রানির ভয়ে সন্তানদের নিয়ে বাড়িতে থাকতে পারেননি। যার কারণে সন্তানেরা ঠিকমতো অংশ নিতে পারেনি চলমান পরীক্ষায়। এ ছাড়া সামাজিকভাবেও তিনি হেয় হয়েছেন।’
সম্মিলিত শিক্ষা আন্দোলন ২০২৩ নামে একটি ফেসবুক গ্রুপের মডারেটর সুলতানা নাসরীন তাজ ওরফে তাপসী খানকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার তাপসী উপস্থিত হয়ে হাইকোর্টে জামিনের আবেদন করলে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ.কে.এম জহিরুল হকের বেঞ্চ তাঁকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন।
এর আগে জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সহকারী সচিব মো. আলমগীর হোসেন গত ২১ নভেম্বর রাজধানীর মতিঝিল থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় সাইবার নিরাপত্তা আইনের ১৭/২৪/২৫/২৮/২৯/৩১/৩৩ ধারাসহ দণ্ডিবিধির ৩৭৯/ ১০৯ ধারার অপরাধের অভিযোগ আনা হয়।
জানা গেছে, তাপসী খানের মেয়ে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। তিনি তাঁর মেয়েকে জিজ্ঞেস করেন ধর্মীয় শিক্ষা পরীক্ষার বার্ষিক মূল্যায়নে তাকে কী প্রশ্ন করা হয়েছিল।
জবাবে তার মেয়ে জানায়, ‘ধর্ম সম্পর্কে কথা বলেন এমন একজন ব্যক্তির ছবি আঁকতে বলা হয় এবং তার সম্পর্কে লিখতে বলা হয়।’ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাপসী খান ফেসবুকে লেখেন ‘ধর্ম পরীক্ষার মূল্যায়নে আমার মেয়েকে একজন নবীর ছবি আঁকতে বলা হয়। আমার মেয়ে ছবি আঁকেনি। মুসলিম হিসেবে এটা মেনে নিতে পারি না। কীভাবে সহ্য করব? আল্লাহ মাফ করুন।’
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার ও সোলায়মান তুষার।
ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির বলেন, ‘তাপসী খান ফেসবুকে যে পোস্ট করেছেন তা কোনোভাবেই সাইবার নিরাপত্তা আইনে অপরাধ হতে পারে না। সংবিধান অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার। তিনি কোনো আইন লঙ্ঘন করেননি। তাঁকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।’
ব্যারিস্টার হুমায়ন কবির আরও বলেন, ‘তাপসী খানের তিনটি শিশু কন্যাসন্তান রয়েছে। মামলার কারণে তিনি হয়রানির ভয়ে সন্তানদের নিয়ে বাড়িতে থাকতে পারেননি। যার কারণে সন্তানেরা ঠিকমতো অংশ নিতে পারেনি চলমান পরীক্ষায়। এ ছাড়া সামাজিকভাবেও তিনি হেয় হয়েছেন।’
লক্ষ্মীপুরের রামগতিতে ওমানপ্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজারসংলগ্ন বেড়িবাঁধের ওপরে তাঁর মরদেহ পাওয়া যায়।
৭ মিনিট আগেপৌনে ৬ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের ঠিকাদার ছিলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেডের কর্ণধার। ঠিকাদার মিরাজুল পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ছোট ভাই।
৪১ মিনিট আগেদীর্ঘ ২৩ বছর পর বগুড়ার শিবগঞ্জের আনারুল হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই মামলায় একমাত্র আসামি আজিজার রহমানকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেসালিসে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের বিচার হয়েছে। বৈঠকে ধর্ষককে ১ লাখ টাকা জরিমানা ও ১০টি জুতাপেটা করার রায় দেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যে ধর্ষক ওই পরিমাণ টাকা পরিশোধ করবেন এবং তখনই সালিসকারীরা জুতাপেটা করবেন।
১ ঘণ্টা আগে