সুনামগঞ্জ প্রতিনিধি
বাঁধের কাজ কখনোই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আজ বুধবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরাম হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয় গত ১৫ ডিসেম্বর। ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়া কথা থাকলেও তা আজও শেষ হয়নি। এ নিয়ে প্রশ্ন করলে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘একটা সময় বেঁধে দেওয়া হয় মাত্র। বাঁধের কাজ কখনোই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না। ভবিষ্যতেও বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে না।’
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘যেখানে পরিবেশ কাজের উপযোগী, সেখানে নির্ধারিত সময়ে কাজ শেষ করা হয়েছে। হাওরে পানি থাকায় অনেক জায়গায় কাজ শুরু করতে দেরি হয়েছে। এসব প্রাকৃতিক কারণেই নির্ধারিত সময়ে কাজ শেষ হয় না। ভবিষ্যতে নদী খননের মধ্য দিয়ে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধের সংখ্যা আরও কমে আসবে।’
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব, জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সামছুদ্দোহা।
বাঁধের কাজ কখনোই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আজ বুধবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরাম হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয় গত ১৫ ডিসেম্বর। ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়া কথা থাকলেও তা আজও শেষ হয়নি। এ নিয়ে প্রশ্ন করলে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘একটা সময় বেঁধে দেওয়া হয় মাত্র। বাঁধের কাজ কখনোই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না। ভবিষ্যতেও বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে না।’
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘যেখানে পরিবেশ কাজের উপযোগী, সেখানে নির্ধারিত সময়ে কাজ শেষ করা হয়েছে। হাওরে পানি থাকায় অনেক জায়গায় কাজ শুরু করতে দেরি হয়েছে। এসব প্রাকৃতিক কারণেই নির্ধারিত সময়ে কাজ শেষ হয় না। ভবিষ্যতে নদী খননের মধ্য দিয়ে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধের সংখ্যা আরও কমে আসবে।’
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব, জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সামছুদ্দোহা।
মেহেরপুরের গাংনীতে ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকার বেশি চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতের কোনো একসময় উপজেলার বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় এ চুরি হয়। শাখা সূত্রে জানা গেছে, বামন্দী বাসস্ট্যান্ডের নজরুল টাওয়ারের তৃতীয় তলায় শাখাটি অবস্থিত। চোরের দল গতকাল রাতে ব্যাংকের
১৪ মিনিট আগেচাঁদপুর জেলায় বিশেষ টাস্কফোর্সের অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ ইফতারসামগ্রী তৈরি করায় ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের বাবুরহাট ও ওয়্যারলেস বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
২১ মিনিট আগেখুলনার পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিপন গাজী (৪৫) নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। ২০০৮ সালের সেই রায়ের পর থেকে ১৭ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন রিপন। কিন্তু নিজেকে সাজার হাত থেকে রক্ষা করতে পারেননি।
৩০ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে এক বিএনপি নেতার গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েট কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ
৩৮ মিনিট আগে