ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. আব্দুল হালিম মোল্লা (৬১) নামের এক বৃদ্ধ পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে জিব কর্তনের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রোববার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের মাহবুবের বাগান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আবু সাঈদ মোল্লার ছেলে। এ ছাড়া তিনি পাড়াগ্রাম বাজারে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ধারের টাকা আদায়ের কথা বলে গত শনিবার বিকেলে উপজেলার হেলেঞ্চা গ্রামের মিজানুর রহমান, শান্ত, লালটু, মজিবর ও আনোয়ারের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন আব্দুল হালিম। পরে ওই রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা তাঁর জিব কেটে মাহবুবের বাগানে ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, ‘এটি একটি নির্মম ঘটনা। বৃদ্ধের জিব কেটে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যান তিনি। যতটুকু জানতে পেরেছি, ধারের টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্থ লেনদেনের জেরে এমন ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, জিব কর্তনের ঘটনার পর নিহত ব্যক্তির ভাই অভিযোগ করেছিলেন। মারা যাওয়ার পর এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. আব্দুল হালিম মোল্লা (৬১) নামের এক বৃদ্ধ পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে জিব কর্তনের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রোববার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের মাহবুবের বাগান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আবু সাঈদ মোল্লার ছেলে। এ ছাড়া তিনি পাড়াগ্রাম বাজারে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ধারের টাকা আদায়ের কথা বলে গত শনিবার বিকেলে উপজেলার হেলেঞ্চা গ্রামের মিজানুর রহমান, শান্ত, লালটু, মজিবর ও আনোয়ারের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন আব্দুল হালিম। পরে ওই রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা তাঁর জিব কেটে মাহবুবের বাগানে ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, ‘এটি একটি নির্মম ঘটনা। বৃদ্ধের জিব কেটে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যান তিনি। যতটুকু জানতে পেরেছি, ধারের টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্থ লেনদেনের জেরে এমন ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, জিব কর্তনের ঘটনার পর নিহত ব্যক্তির ভাই অভিযোগ করেছিলেন। মারা যাওয়ার পর এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের মুলাদীতে ঘর থেকে এক তরুণকে তুলে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে মুলাদী পৌরসভার তেরচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম নাহিদ (২১)। তিনি ওই গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে।
১ মিনিট আগেশুধু সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসার সঙ্গেই সম্পর্ক ছিল বলে আদালতে দাবি করেছেন মডেল মেঘনা আলম। বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হলে, তিনি নিজেই বক্তব্য দেন এবং অভিযোগ অস্বীকার করেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া দেওয়ান সামিরও নিজের নির্দোষিতা দাবি করেন। আদালত মেঘনাকে গ্রেপ্তার দেখান
১ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগেরাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তকারীদের হামলায় নিহত হয়েছেন আকরাম হোসেন (৪৫) নামের এক ব্যক্তি। গতকাল বুধবার রাতে নগরের তালাইমারি এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য আকরামের মরদেহ যখন রাজশাহী মেডিকেল কলেজের মর্গে, তখন কান্নাভেজা চোখে এসএসসি পরীক্ষা দিতে যায় তাঁর মেয়ে আলফি আক্তার।
১৭ মিনিট আগে