Ajker Patrika

পরীমণিকে জড়িয়ে সংবাদ, ডিজিটাল আইনে মামলা করল সিটি ব্যাংক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরীমণিকে জড়িয়ে সংবাদ, ডিজিটাল আইনে মামলা করল সিটি ব্যাংক 

মানহানি হচ্ছে এ বিষয়ে সাধারণ ডায়েরির পর এবার মামলা করল সিটি ব্যাংক। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযোগ করা হয়েছে যে, কিছু ফেসবুক ও ইউটিউব চ্যানেলে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া ও মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন ও পরিচালনা পর্ষদকে জিম্মি করে টাকা আদায়ের উদ্দেশ্যে এসব মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে।

শনিবার রাতে সিটি ব্যাংকের প্রথম সহ–সভাপতি ও হেড অব কোর্ট অপারেশন (প্রধান আইন কর্মকর্তা) গাজি এম শওকত হাসান বাদী হয়ে মামলাটি করেন। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/২৫ /২৬ ও ২৯ ধারায় অভিযোগ করা হয়েছে। 

আজকের পত্রিকাকে বাদী শওকত হাসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ থেকে নানা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। দীর্ঘদিন ধরে গড়ে ওটা সিটি ব্যাংকের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে কিছু চক্র। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন আশা করি। 

মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান। তিনি জানান, এজাহারে চারটি ফেসবুক ও আটটি ইউটিউব লিংকের তথ্য দিয়েছে সিটি ব্যাংক।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি। সাইবার দলের সাহায্য নিয়ে অভিযুক্তদের চিহ্নিত করা হবে। তারা যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন, সেসব বিষয় মাথায় রেখেই তদন্ত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত