Ajker Patrika

নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ রেলওয়ে কর্তৃপক্ষের

নরসিংদী প্রতিনিধি
রেলওয়ের নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা
রেলওয়ের নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূ–সম্পত্তি বিভাগ। আজ বুধবার দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকা বানিয়াছল বটতলায় এই অভিযান চালানো হয়। এ সময় ভেকু মেশিন দিয়ে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ।

বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়।

আজ বেলা ১১টা থেকে অবৈধ স্থাপনাগুলোয় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চালানোর সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি ও জেএম শাখা) রাজীব দাশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশসহ আনসার সদস্যরা।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ বলেন, নোটিশের পরও সরিয়ে না নেওয়ায় ৫০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ সব স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলমান রাখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত