ঢামেক প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে তাঁদের অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।
দগ্ধরা হলেন মাগফারুল ইসলাম (৬৫), খালেদুর রহমান (৬০) ও কামরুল ইসলাম (৩৭)।
মাগফারুলের ভাই আসাদুল হক জানান, সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে সিকিউরিটি ইনচার্জ হিসেবে চাকরি করেন মাগফারুল। তিনি ডিপোর ভেতরেই কোয়ার্টারে থাকেন। রাতে বিস্ফোরণে দগ্ধ হওয়ার পর স্থানীয়রা তাঁকে একটি ক্লিনিকে নিয়ে যান। এরপর সকালে তাঁকে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। তাঁর হাত-পাসহ শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে।
খালেদুর রহমানের মেয়ের জামাই মিনহাজুর রহমান জানান, বিএম ডিপোতে অ্যাডমিনে চাকরি করেন খালেদুর। পরিবার নিয়ে তিনি চট্টগ্রামের মোজাফ্ফরনগরে থাকেন।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানকে (৩৭) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
কামরুলের খালাতো ভাই নেয়ামত উল্লাহ জিসান জানান, দুর্ঘটনার খবর শুনে ফোর্স নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তখন বিস্ফোরণে তিনিও দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন আজকের পত্রিকাকে বলেন, মাগফারুল ইসলাম ও খালেদুরের শরীরের ১২ থেকে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। আর কামরুলের দুই পায়ে দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সামন্ত লাল সেন বলেন, ‘চট্টগ্রামে যে ঘটনা ঘটে গেল, সেটি খুবই দুঃখজনক। দুপুর ১২টা পর্যন্ত আমাদের ইনস্টিটিউটে তিনজনই আছেন। ৪৪ জন চট্টগ্রাম মেডিকেলে আছেন। দগ্ধ আরও আসার কথা রয়েছে।’
সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক বলেন, ‘ভর্তি হওয়া তিনজনকে আশঙ্কামুক্ত বলা যাবে না। তাঁদের ইনহেলেশন বার্ন রয়েছে। প্রধানমন্ত্রী গত রাতেই বলে দিয়েছেন চট্টগ্রামের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে। আগামীকাল বার্ন ইনস্টিটিউট থেকে একটি মেডিকেল টিম চট্টগ্রামে পাঠানো হবে। এ ঘটনায় যাঁরা দগ্ধ ও আহত হয়েছেন, সবাই দৌড়াদৌড়ি করে হয়েছেন। আমাদের চিকিৎসকেরা প্রস্তুত রয়েছেন।’
এই সম্পর্কিত সর্বশেষ:
চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে তাঁদের অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।
দগ্ধরা হলেন মাগফারুল ইসলাম (৬৫), খালেদুর রহমান (৬০) ও কামরুল ইসলাম (৩৭)।
মাগফারুলের ভাই আসাদুল হক জানান, সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে সিকিউরিটি ইনচার্জ হিসেবে চাকরি করেন মাগফারুল। তিনি ডিপোর ভেতরেই কোয়ার্টারে থাকেন। রাতে বিস্ফোরণে দগ্ধ হওয়ার পর স্থানীয়রা তাঁকে একটি ক্লিনিকে নিয়ে যান। এরপর সকালে তাঁকে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। তাঁর হাত-পাসহ শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে।
খালেদুর রহমানের মেয়ের জামাই মিনহাজুর রহমান জানান, বিএম ডিপোতে অ্যাডমিনে চাকরি করেন খালেদুর। পরিবার নিয়ে তিনি চট্টগ্রামের মোজাফ্ফরনগরে থাকেন।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানকে (৩৭) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
কামরুলের খালাতো ভাই নেয়ামত উল্লাহ জিসান জানান, দুর্ঘটনার খবর শুনে ফোর্স নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তখন বিস্ফোরণে তিনিও দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন আজকের পত্রিকাকে বলেন, মাগফারুল ইসলাম ও খালেদুরের শরীরের ১২ থেকে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। আর কামরুলের দুই পায়ে দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সামন্ত লাল সেন বলেন, ‘চট্টগ্রামে যে ঘটনা ঘটে গেল, সেটি খুবই দুঃখজনক। দুপুর ১২টা পর্যন্ত আমাদের ইনস্টিটিউটে তিনজনই আছেন। ৪৪ জন চট্টগ্রাম মেডিকেলে আছেন। দগ্ধ আরও আসার কথা রয়েছে।’
সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক বলেন, ‘ভর্তি হওয়া তিনজনকে আশঙ্কামুক্ত বলা যাবে না। তাঁদের ইনহেলেশন বার্ন রয়েছে। প্রধানমন্ত্রী গত রাতেই বলে দিয়েছেন চট্টগ্রামের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে। আগামীকাল বার্ন ইনস্টিটিউট থেকে একটি মেডিকেল টিম চট্টগ্রামে পাঠানো হবে। এ ঘটনায় যাঁরা দগ্ধ ও আহত হয়েছেন, সবাই দৌড়াদৌড়ি করে হয়েছেন। আমাদের চিকিৎসকেরা প্রস্তুত রয়েছেন।’
এই সম্পর্কিত সর্বশেষ:
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৪ মিনিট আগে