Ajker Patrika

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে গোপালগঞ্জে বিএনপি ও জামায়াতের বিজয় মিছিল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৭: ৩৭
গোপালগঞ্জে শহীদ মঈনুলের সমাধিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ অন্যরা। ছবি: আজকের পত্রিকা
গোপালগঞ্জে শহীদ মঈনুলের সমাধিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ অন্যরা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে। এ ছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বিজয় র‍্যালিসহ গণমিছিল করেছেন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার শহীদ মঈনুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এরপর একযোগে সদর উপজেলা কাঠি ইউনিয়নের জিল্লুর শেখ, কোটালীপাড়া উপজেলার শোয়া গ্রামের রথিন বিশ্বাস, মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের বাবু মোল্লা, ছোট বনগ্রাম গ্রামের আরাফাত মুন্সি, গোপ্তারগাতী গ্রামের মুজাহিদ ও ডিগ্রীকান্দি গ্রামের সাবিদ হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে সব জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কারসামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকায় আন্দোলনে গোপালগঞ্জের সাতজন জুলাই যোদ্ধা শহীদ হন এবং ৪২ জন আহত হন। আজকের দিনে আমরা সব শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। সাতজন শহীদের নামাঙ্কিত গাছের চারা রোপণ করা হয়েছে।’

এদিকে জুলাই গণ-অভুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালি করেছেন গোপালগঞ্জের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দুপুরে জেলা শহরের সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরাসহ অনেকে বক্তব্য দেন।

অপরদিকে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে গোপালগঞ্জে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। দুপুরে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা শহরের স্থানীয় আলিয়া মাদ্রাসার সামনে থেকে একটি গণমিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামী জেলা শাখার আমির রেজাউল করিম, সাবেক আমির ও গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী আব্দুল হামিদ, সাবেক আমির ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হুসাইন শিকদার এবং নায়েবে আমির আব্দুল আহাদ মোল্লা বক্তব্য দেন।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, আজকের এই দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে। আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে গণতন্ত্র সুসংহত করার দাবি জানান তিনি।

জামায়াতে ইসলামী জেলা শাখার আমির রেজাউল করিম বলেন, কোনো দেশপ্রেমিক দেশ ছেড়ে পালাতে পারেন না। এই দিনে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন। শেখ হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করে, নেতা-কর্মীদের হত্যা করে জামায়াতকে রুখতে চেয়েছিলেন। নদীর স্রোতকে যেমন বাধা দেওয়া যায় না, জামায়াতে ইসলামীকেও বাধা দেওয়া যায় না। এই গোপালগঞ্জে জামায়াতে ইসলামী তাদের কর্মকাণ্ড পরিচালিত করে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত