Ajker Patrika

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনায় হেনোলাক্সের নুরুল আমিনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৬: ৫৯
গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনায় হেনোলাক্সের নুরুল আমিনের বিরুদ্ধে মামলা

ঢাকা জাতীয় প্রেসক্লাবে কুষ্টিয়া ছাত্রলীগের সাবেক নেতা ও ব্যবসায়ী গাজী আনিসের নিজের গায়ে আগুন দিয়ে মৃত্যুর ঘটনায় হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তাঁর স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন নিহতের ছোট ভাই গাজী নজরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান। 

তিনি বলেন, ‘শাহবাগ থানায় নিহতের ছোট ভাই বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেছেন। মামলা নম্বর ৯। মামলায় হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তাঁর স্ত্রী ফাতেমা আমিনকে আসামি করা হয়েছে।’ 

এদিকে গাজী আনিস (৫০) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান। তাঁর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। সোমবার মধ্যরাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। 

সর্বশেষ তথ্যানুযায়ী গাজী আনিসের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ব্যাডমিন্টন মাঠে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক গাজী আনিস। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায় এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়। 

এ সময় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গাজী আনিস নিজের গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁরা জানান, আনিস হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পান। এই টাকা না পাওয়ায় তিনি নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। 

এ বিষয়ে গতকাল শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, আত্মহত্যার চেষ্টাকারী এই ব্যক্তির নাম গাজী আনিস। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকায়। হ্যানোলাক্স কোম্পানির কাছে তিনি ১ কোটি ২৬ লাখ টাকা পান। দীর্ঘদিন ধরে এই টাকা না দেওয়ায় হতাশাগ্রস্ত হয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করেন।’ গত ১ মে হ্যানোলাক্স কোম্পানির কাছ থেকে টাকা আদায়ের বিষয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন গাজী আনিস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত