রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের কার্যালয়ে হামলা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনের প্রাইভেট কারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, রাত পৌনে ১০টার দিকে একদল যুবক লাঠিসোঁটা নিয়ে রাজবাড়ী আজাদী ময়দানের সামনে অবস্থিত ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর আরেক দল যুবক রোমানের কার্যালয়ের অদূরে ইয়াছিন উচ্চবিদ্যালয়ের সামনে পার্কিং করে রাখা সাব্বির হোসেনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, হামলার সময় তিনি তাঁর কার্যালয়ে ছিলেন না। সাব্বিরের লোকজন এই হামলা করেছে। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তিনি এগিয়ে গেছেন। এটা সাব্বিরের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে এই হামলা করেছে। তা ছাড়া আর কোনো কারণ তাঁর জানা নেই। এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ নেবেন। দলীয় নেতাদেরও বিষয়টি জানাবেন। সাব্বিরের গাড়িতে কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। পরে খুদেবার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। শান্তি–শৃঙ্খলা রক্ষায় আজাদী ময়দানের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের কার্যালয়ে হামলা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনের প্রাইভেট কারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, রাত পৌনে ১০টার দিকে একদল যুবক লাঠিসোঁটা নিয়ে রাজবাড়ী আজাদী ময়দানের সামনে অবস্থিত ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর আরেক দল যুবক রোমানের কার্যালয়ের অদূরে ইয়াছিন উচ্চবিদ্যালয়ের সামনে পার্কিং করে রাখা সাব্বির হোসেনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, হামলার সময় তিনি তাঁর কার্যালয়ে ছিলেন না। সাব্বিরের লোকজন এই হামলা করেছে। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তিনি এগিয়ে গেছেন। এটা সাব্বিরের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে এই হামলা করেছে। তা ছাড়া আর কোনো কারণ তাঁর জানা নেই। এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ নেবেন। দলীয় নেতাদেরও বিষয়টি জানাবেন। সাব্বিরের গাড়িতে কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। পরে খুদেবার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। শান্তি–শৃঙ্খলা রক্ষায় আজাদী ময়দানের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রায় নয় ঘণ্টা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোনের ক্যাম্পাস থেকে বের হয়ে মেট্রোরেলের দিয়াবাড়ির ডিপোতে প্রবেশ করেছেন। এ সময়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কড়া পাহারা ছিল। তাঁরা মেট্রো ডিপো দিয়ে ভেতরের রাস্তা দিয়ে মিরপুর বেড়িবাঁধ হয়ে বের হয়ে যাবেন
৩ মিনিট আগেমাদারগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগেশিক্ষকসংকট, সেশনজটসহ ছয় দফা দাবিতে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
১৫ মিনিট আগেকান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি করে আসলাম। কিন্তু ওর সাথে শেষবারের মতো আর কথা হলো না। দিনে ছয় থেকে সাতবার কথা হতো ওর সাথে। শেষবার বলছিল, “বাবা, তুমি কবে আসবা?” আমি তাকে বলেছিলাম, এখন তো সময় পাচ্ছি না। ঢাকায় যেতে টাকা-পয়সার ব্যাপার-স্যাপার আছে। আগামী মাসের ১৫ তারিখ আমি অবশ্যই
২০ মিনিট আগে