Ajker Patrika

এক পায়ে লিখে পড়াশোনা করছে নরসিংদীর আয়েশা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৬: ৩৩
এক পায়ে লিখে পড়াশোনা করছে নরসিংদীর আয়েশা

চার হাত-পায়ের তিনটিই অকেজো। কেবল একটি পায়ের ওপর নির্ভর করেই চলছে নরসিংদীর আলাউদ্দীন নুরানি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকার (১৩) পড়াশোনা।

আয়েশা সিদ্দিকা নরসিংদীর মনোহরদী উপজেলার হাররদীয়া পূর্বপাড়ার প্রান্তিক কৃষক কামরুজ্জামানের মেয়ে। জন্ম থেকেই সে শারীরিক প্রতিবন্ধী।

জানা গেছে, প্রতিদিন তার বাবা হুইল চেয়ারে করে আয়েশাকে বিদ্যালয়ে আনা-নেওয়া করেন। সব অপারগতা কেবল ইচ্ছেশক্তির জোরে জয় করে চলেছে প্রতিবন্ধী মেয়েটি। তাকে শ্রেণিকক্ষের সবাই পছন্দ করে। আয়েশার সব বন্ধুই চায় সে যেন পড়াশোনা চালিয়ে যায়। 

আয়েশা বলে, ‘শত কষ্টের মাঝেও আমি পড়ালেখা চালিয়ে যাচ্ছি। আমার ইচ্ছা লেখাপড়া শেষ করে চাকরি করব।’ 

এ বিষয়ে আয়েশার বাবা কামরুজ্জামান বলেন, ‘বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির পর থেকে একই নিয়মে আমি আমার মেয়েকে বিদ্যালয়ে নিয়ে যাতায়াত করছি। সে বেঞ্চে উঠে-বসতে না পারায় শ্রেণিকক্ষের মেঝেতে মাদুর বিছিয়ে পড়াশোনা করে। লেখাপড়ার প্রতি আমার মেয়ে অনেক আগ্রহী।’ 

নারান্দী আলাউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, আয়েশা পড়াশোনার প্রতি খুবই আগ্রহী। বিদ্যালয় কর্তৃপক্ষ তার পড়াশোনার বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত