গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ আদালতে করা মানহানি মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এ রায় দেন। ২০১৪ সালে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে আদালতে মামলাটি করেন।
একই আদালত ২০১২ সালে রাষ্ট্রপক্ষের করা একটি মামলা থেকে ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীকে খালাস দিয়েছেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা এই তথ্য জানিয়েছেন।
তারেক রহমানের বিরুদ্ধে করা মামলার বিবরণী থেকে জানা গেছে, ‘২০১৪ সালের ১৭ ডিসেম্বর তাঁর বক্তব্য একটি জাতীয় দৈনিকে ছাপা হয়। সেখানে শেখ মুজিবুর রহমান সম্পর্কে তিনি বলেন, স্বাধীনতা ঘোষণার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তাঁর সঙ্গে সমঝোতা করেছিলেন বঙ্গবন্ধু। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না। শেখ মুজিবুর রহমান যদি ৭ মার্চ সেনাবাহিনীর বাঙালি অফিসারদের নিয়ে যুদ্ধ করতেন, তাহলে তখন এই দেশে থাকা সামান্যসংখ্যক পাকিস্তানি সেনাদের সহজে পরাজিত করা যেত। তাহলে প্রাণহানি ও খরচ কম হতো। এত কিছু জানার পরও শেখ মুজিব এ কাজগুলো করেন নাই। এ জন্য তিনি রাজাকার, এ কারণে তিনি ছিলেন পাকিস্তানি সেনাদের বন্ধু। যুদ্ধের সময় যেসব যোদ্ধা মারা গিয়েছেন এবং যেসব নারীর ইজ্জত গিয়েছে, এ জন্য শেখ মুজিবুর রহমান দায়ী। এ জন্য শেখ মুজিব একজন রাজাকার।’
মামলার বিবরণে আরও বলা হয়, মানহানিকারী ও রাষ্ট্রদ্রোহী তারেক রহমান মুক্তিযোদ্ধাদের ইতিহাস বিকৃত করেছেন। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা অপকর্ম করে চলেছেন বলে উল্লেখ করেছে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে বাংলাদেশের অভিশাপ বলেছেন এবং আওয়ামী লীগকে কুলাঙ্গার দল বলেছেন। এ ধরনের মানহানিকর ও রাষ্ট্রদ্রোহিতামূলক কথা বলেন। এ ধরনের মানহানিকর বক্তব্য দেওয়ায় ২০১৪ সালের ২১ ডিসেম্বর গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি করা হয়।
গোপালগঞ্জ আদালতে করা মানহানি মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এ রায় দেন। ২০১৪ সালে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে আদালতে মামলাটি করেন।
একই আদালত ২০১২ সালে রাষ্ট্রপক্ষের করা একটি মামলা থেকে ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীকে খালাস দিয়েছেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা এই তথ্য জানিয়েছেন।
তারেক রহমানের বিরুদ্ধে করা মামলার বিবরণী থেকে জানা গেছে, ‘২০১৪ সালের ১৭ ডিসেম্বর তাঁর বক্তব্য একটি জাতীয় দৈনিকে ছাপা হয়। সেখানে শেখ মুজিবুর রহমান সম্পর্কে তিনি বলেন, স্বাধীনতা ঘোষণার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তাঁর সঙ্গে সমঝোতা করেছিলেন বঙ্গবন্ধু। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না। শেখ মুজিবুর রহমান যদি ৭ মার্চ সেনাবাহিনীর বাঙালি অফিসারদের নিয়ে যুদ্ধ করতেন, তাহলে তখন এই দেশে থাকা সামান্যসংখ্যক পাকিস্তানি সেনাদের সহজে পরাজিত করা যেত। তাহলে প্রাণহানি ও খরচ কম হতো। এত কিছু জানার পরও শেখ মুজিব এ কাজগুলো করেন নাই। এ জন্য তিনি রাজাকার, এ কারণে তিনি ছিলেন পাকিস্তানি সেনাদের বন্ধু। যুদ্ধের সময় যেসব যোদ্ধা মারা গিয়েছেন এবং যেসব নারীর ইজ্জত গিয়েছে, এ জন্য শেখ মুজিবুর রহমান দায়ী। এ জন্য শেখ মুজিব একজন রাজাকার।’
মামলার বিবরণে আরও বলা হয়, মানহানিকারী ও রাষ্ট্রদ্রোহী তারেক রহমান মুক্তিযোদ্ধাদের ইতিহাস বিকৃত করেছেন। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা অপকর্ম করে চলেছেন বলে উল্লেখ করেছে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে বাংলাদেশের অভিশাপ বলেছেন এবং আওয়ামী লীগকে কুলাঙ্গার দল বলেছেন। এ ধরনের মানহানিকর ও রাষ্ট্রদ্রোহিতামূলক কথা বলেন। এ ধরনের মানহানিকর বক্তব্য দেওয়ায় ২০১৪ সালের ২১ ডিসেম্বর গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি করা হয়।
উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরি করবে ছয় সদস্যের এই কমিটি।
৫ মিনিট আগেআফসানার দেবর হাসিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমরা আমাদের ভাবি ও তার সন্তান ওহীকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মা আফসানা প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি।’
১১ মিনিট আগেঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আমচি (৫৫) নামে এক নারী এবং আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত আমচি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। তিনি একজন প্রতিবন্ধি ছিলেন। অন্যদিকে নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের...
১৮ মিনিট আগেভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
৩৭ মিনিট আগে