Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের মিছিল

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৮: ৫৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে মিছিল ও অবস্থান নিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ। আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় এই মিছিল করে তারা। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক ভূঁইয়া রাজুর নেতৃত্বে এই মিছিল হয়। এ সময় অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান করছেন।

এ বিষয়ের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো  নাশকতা মোকাবিলা করতে আমরা মাঠে প্রস্তুত রয়েছি। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য আমরা সৃষ্টি করতে দেব না।’

এর আগে বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কে উঠতে চাইলে প্রথমে বাধা এবং পরে লাঠিপেটা করেন পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা। নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, বিএনপি অবস্থান নিতে চেষ্টা করার সময় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। এ ঘটনায় দলের অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন।

সংঘর্ষের পরপরই সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ২০-২৫ জন কর্মী সঙ্গে নিয়ে মিছিল করে অবস্থান নেন ঘটনাস্থলে। এর কিছুক্ষণ পরেই অর্ধশতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে আসেন হাজি ইয়াসিন। দফায় দফায় মিছিল করতে থাকেন তাঁরা। 

ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য ও কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু (প্রশাসন) বলেন, ‘এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।’ 

এদিকে বেলা ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বিএনপি বা যুগপৎ আন্দোলনে সহযোগী কোনো দলকে অবস্থান নিতে দেখা যায়নি। তবে পুলিশের বিপুল পরিমাণ সদস্য রায়ট কার, জলকামান নিয়ে অবস্থান নেন। এ ছাড়া সড়কে ট্রাক ও পিকআপ নিয়ে মহড়া দিতে দেখা গেছে যুবলীগের নেতা-কর্মীদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত