নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদে বাড়ি যাওয়া নগরবাসী। গতকাল বুধবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন, যাত্রাবাড়ী-সায়েদাবাদ, গাবতলীসহ রাজধানীর প্রবেশপথগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় চোখে পড়েছে। আবার ঈদে ছুটি পাননি এমন অনেককেই বাড়ির পথে রওনা দিতে দেখা গেছে।
বাসমালিক ও শ্রমিকেরা জানিয়েছেন, গতকাল সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ উদ্যাপন করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে। যাত্রী ফেরা শুরু হওয়ায় কোনো কোনো রুটের বাস অনেকটা খালি অবস্থায় ঢাকা ছাড়ছে বলে জানিয়েছেন তাঁরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকায় আসা দূরপাল্লার গাড়িগুলো যাত্রাবাড়ী হয়ে সায়েদাবাদে এসে যাত্রী নামাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীরা নামছেন গাবতলী, মহাখালীতে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ কয়েকটি শ্রেণি-পেশার মানুষ রাজধানীতে ফিরে আসতে শুরু করেছেন। ছুটি শেষে ফিরতে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানিয়েছেন তাঁরা।
বাসস্টেশনগুলোর মতোই রাজধানীফেরত মানুষের ঢল দেখা গেছে কমলাপুর রেলস্টেশনে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার ৯ দিন ছুটি হওয়ায় এখনো রাজধানীতে ফেরার মূল চাপ শুরু হয়নি। বর্তমানে পর্যাপ্ত ট্রেন রয়েছে, ট্রেনের কোনো সংকট নেই।
এ ছাড়াও সদরঘাটে দেখা গেছে রাজধানীতে ফিরে আসা যাত্রীদের ভিড়। বরিশাল, ভোলা, হাতিয়াসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষেরা জানিয়েছেন, লঞ্চের যাতায়াতেও এবার কোনো সংকট পোহাতে হয়নি তাদের।
রাজধানীতে উৎসবমুখর ঈদ
উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ঈদ উদ্যাপন করেছে রাজধানীবাসী। গত সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ ঢাকার ১ হাজার ৪৩৫টি মসজিদ এবং ১৮৯টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাতের পাশাপাশি জাঁকজমকপূর্ণ ঈদ আনন্দ মিছিলের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়া, গরুর গাড়ি এবং মোগল আমলের ইতিহাস, বিভিন্ন প্রতিকৃতির ভাস্কর্য, প্ল্যাকার্ডসহ আনন্দ মিছিলে অংশ নেন হাজারো মানুষ। মিছিলের সামনের সারিতে ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
ঈদের দ্বিতীয় দিনে অনেকটাই ফাঁকা রাজধানীতে পরিবার নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে দেখা গেছে রাজধানীবাসীকে। মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি ও শহীদ মিনার, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, হাতিরঝিল, দিয়াবাড়ী, আগারগাঁওয়ের বিমানবাহিনী জাদুঘর, নভোথিয়েটার, সামরিক জাদুঘর, সংসদ ভবন এলাকায় মানুষের জটলা দেখা গেছে।
প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদে বাড়ি যাওয়া নগরবাসী। গতকাল বুধবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন, যাত্রাবাড়ী-সায়েদাবাদ, গাবতলীসহ রাজধানীর প্রবেশপথগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় চোখে পড়েছে। আবার ঈদে ছুটি পাননি এমন অনেককেই বাড়ির পথে রওনা দিতে দেখা গেছে।
বাসমালিক ও শ্রমিকেরা জানিয়েছেন, গতকাল সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ উদ্যাপন করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে। যাত্রী ফেরা শুরু হওয়ায় কোনো কোনো রুটের বাস অনেকটা খালি অবস্থায় ঢাকা ছাড়ছে বলে জানিয়েছেন তাঁরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকায় আসা দূরপাল্লার গাড়িগুলো যাত্রাবাড়ী হয়ে সায়েদাবাদে এসে যাত্রী নামাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীরা নামছেন গাবতলী, মহাখালীতে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ কয়েকটি শ্রেণি-পেশার মানুষ রাজধানীতে ফিরে আসতে শুরু করেছেন। ছুটি শেষে ফিরতে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানিয়েছেন তাঁরা।
বাসস্টেশনগুলোর মতোই রাজধানীফেরত মানুষের ঢল দেখা গেছে কমলাপুর রেলস্টেশনে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার ৯ দিন ছুটি হওয়ায় এখনো রাজধানীতে ফেরার মূল চাপ শুরু হয়নি। বর্তমানে পর্যাপ্ত ট্রেন রয়েছে, ট্রেনের কোনো সংকট নেই।
এ ছাড়াও সদরঘাটে দেখা গেছে রাজধানীতে ফিরে আসা যাত্রীদের ভিড়। বরিশাল, ভোলা, হাতিয়াসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষেরা জানিয়েছেন, লঞ্চের যাতায়াতেও এবার কোনো সংকট পোহাতে হয়নি তাদের।
রাজধানীতে উৎসবমুখর ঈদ
উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ঈদ উদ্যাপন করেছে রাজধানীবাসী। গত সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ ঢাকার ১ হাজার ৪৩৫টি মসজিদ এবং ১৮৯টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাতের পাশাপাশি জাঁকজমকপূর্ণ ঈদ আনন্দ মিছিলের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়া, গরুর গাড়ি এবং মোগল আমলের ইতিহাস, বিভিন্ন প্রতিকৃতির ভাস্কর্য, প্ল্যাকার্ডসহ আনন্দ মিছিলে অংশ নেন হাজারো মানুষ। মিছিলের সামনের সারিতে ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
ঈদের দ্বিতীয় দিনে অনেকটাই ফাঁকা রাজধানীতে পরিবার নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে দেখা গেছে রাজধানীবাসীকে। মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি ও শহীদ মিনার, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, হাতিরঝিল, দিয়াবাড়ী, আগারগাঁওয়ের বিমানবাহিনী জাদুঘর, নভোথিয়েটার, সামরিক জাদুঘর, সংসদ ভবন এলাকায় মানুষের জটলা দেখা গেছে।
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদের ছুটিতে বেড়েছে পর্যটকদের সমাগম। অসচেতনতায় নষ্ট হচ্ছে বনের পরিবেশ। অতিরিক্ত ভিড় ও পর্যটকদের হইহল্লায় হারিয়ে গেছে বনের সহজাত নীরব পরিবেশ। আতঙ্কিত হয়ে পড়েছে প্রাণীরা। ভয়ে ছোটাছুটি করছে তারা। এ অবস্থায় উদ্যানের পরিবেশ নিয়ে চিন্তায় পড়েছে বন বিভাগ।
২ ঘণ্টা আগেদীর্ঘ ছুটি এবারের ঈদে। ঈদের আগেও যেমন ছিল, পরেও রয়েছে ছুটি। রাজধানীবাসী তাই ঈদের ছুটি দুই ভাগে ভাগ করে নিয়েছেন। কেউ ঈদের আগে গেছেন গ্রামের বাড়ি, কেউ যাচ্ছেন এখনো। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল বৃহস্পতিবার তাই ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীও দেখা গেল বেশ।
৩ ঘণ্টা আগেরংপুরে রেলস্টেশন এলাকায় অপহৃত চার শিশু উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইচেষ্টা মামলায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ২২ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগেযশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদের পর রোগীর ভিড় বেড়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের বহির্বিভাগে রোগীর লাইন থাকলেও চিকিৎসকদের কক্ষগুলো ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে চিকিৎসকেরা অনুপস্থিত থাকায় এনসিডি কর্নারে একজন কার্ডিওগ্রাফারকে রোগী দেখতে দেখা গেছে।
৩ ঘণ্টা আগে