অনলাইন ডেস্ক
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলামের স্ত্রী শেনীন রুবাইয়াত, ছেলে জোহায়ের শারার ইসলাম, জারেব শাহদান ইসলামসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে। দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান ১১ জনের নিষেধাজ্ঞা জারি চেয়ে আবেদন করেন।
অন্য যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁরা হলেন শেখ শামসুদ্দিন আহমেদ, মোহাম্মদ মাহবুবুল আলম, মো. সাইফুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম, শেখ মাহবুবুর রহমান, মো. মাহমুদুল হক, এস কে মো. লুৎফুল কবির ও মো. রশিদুল আলম। এঁরা রুবাইয়াতের সহযোগী বলে জানা গেছে।
আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পদ-পদবি ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ দুদক অনুসন্ধান করছে।
এদিকে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্টরা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। তাঁরা দেশ ছেড়ে চলে গেলে দুদকের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে। এমতাবস্থায় তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
উল্লেখ্য, রুবাইয়াত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ধানমন্ডি থেকে আটক হন। আটকের পর ৫ ফেব্রুয়ারি রুবাইয়াতের বিরুদ্ধে পৌনে ৪ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা সমন্বিত দুদক কার্যালয়ে মামলা করে দুদক।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আরও পাঁচজনকে আসামি করা হয়।
ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা দেখিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১ কোটি ৯২ লাখ টাকা বা প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার ঘুষ গ্রহণ করেন এবং ভুয়া পণ্য বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানির কৌশলে ১ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮২০ টাকাসহ ৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে মামলায়।
৫ ফেব্রুয়ারি ১০ দিনের রিমান্ডে আদালতে হাজির করা হয় রুবাইয়াতকে। ওই দিন আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৬ ফেব্রুয়ারি তাঁর রিমান্ডের আবেদন রুজু করে জেলগেটে জিজ্ঞাসাবাদে নির্দেশ দেন ঢাকার আদালত।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলামের স্ত্রী শেনীন রুবাইয়াত, ছেলে জোহায়ের শারার ইসলাম, জারেব শাহদান ইসলামসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে। দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান ১১ জনের নিষেধাজ্ঞা জারি চেয়ে আবেদন করেন।
অন্য যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁরা হলেন শেখ শামসুদ্দিন আহমেদ, মোহাম্মদ মাহবুবুল আলম, মো. সাইফুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম, শেখ মাহবুবুর রহমান, মো. মাহমুদুল হক, এস কে মো. লুৎফুল কবির ও মো. রশিদুল আলম। এঁরা রুবাইয়াতের সহযোগী বলে জানা গেছে।
আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পদ-পদবি ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ দুদক অনুসন্ধান করছে।
এদিকে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্টরা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। তাঁরা দেশ ছেড়ে চলে গেলে দুদকের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে। এমতাবস্থায় তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
উল্লেখ্য, রুবাইয়াত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ধানমন্ডি থেকে আটক হন। আটকের পর ৫ ফেব্রুয়ারি রুবাইয়াতের বিরুদ্ধে পৌনে ৪ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা সমন্বিত দুদক কার্যালয়ে মামলা করে দুদক।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আরও পাঁচজনকে আসামি করা হয়।
ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা দেখিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১ কোটি ৯২ লাখ টাকা বা প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার ঘুষ গ্রহণ করেন এবং ভুয়া পণ্য বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানির কৌশলে ১ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮২০ টাকাসহ ৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে মামলায়।
৫ ফেব্রুয়ারি ১০ দিনের রিমান্ডে আদালতে হাজির করা হয় রুবাইয়াতকে। ওই দিন আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৬ ফেব্রুয়ারি তাঁর রিমান্ডের আবেদন রুজু করে জেলগেটে জিজ্ঞাসাবাদে নির্দেশ দেন ঢাকার আদালত।
রাজধানীর ডেমরায় পুলিশের ওপর হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী রুদ্র বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই ডেমরা থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর আজ শুক্রবার বিকেলে তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত...
৬ মিনিট আগেরাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। আজ শুক্রবার বাদ আসর চট্টগ্রামের রাউজানের গহিরা উচ্চবিদ্যালয় মাঠে সবশেষ জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
১৩ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পড়ে গেছেন তিনি।
১৯ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসআরএম স্টিল কারখানার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশদূষণের অভিযোগ তুলে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া এলাকায় বিএসআরএম কারখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার
২১ মিনিট আগে