Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে তেল চোরাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার, তেলভর্তি ট্যাংক লরি জব্দ

প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে তেল চোরাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার, তেলভর্তি ট্যাংক লরি জব্দ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে জ্বালানি তেল চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলভর্তি ট্যাংক লরি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় র‍্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. বাহাউদ্দিন বাতেন (৪৮) ও মো. আব্দুস সাত্তার সোহাগ (৩৮)।

র‍্যাব-১১ দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ চোরাই চক্র দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গা থেকে অসাধু উপায়ে জ্বালানি তেলের উপজাত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা সংগ্রহ করে পেট্রল পাম্পগুলোতে সরবরাহ করে আসছে। ন্যাপথা মূলত কেমিক্যাল কোম্পানিগুলোতে ব্যবহার করা হয়। ইঞ্জিন চালিত গাড়িতে ব্যবহৃত জ্বালানি তেল পেট্রলের তুলনায় ন্যাপথার বাজার মূল্য অনেক কম হওয়ায় এই চোরাই চক্র অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পেট্রলের সঙ্গে ন্যাপথা মিশিয়ে গাড়ির মালিকদের কাছে বিক্রয় করে প্রতারণামূলকভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ড্রাইভার ও হেলপার পেশার ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে তাঁরা দেশের বিভিন্ন স্থান থেকে অসাধু উপায়ে কেমিক্যাল কোম্পানিতে ব্যবহৃত জ্বালানি তেলের উপজাত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা সংগ্রহ করে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার পেট্রোলিয়াম পাম্পগুলোতে সরবরাহ করে আসছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত