Ajker Patrika

রায়পুরায় হিট স্ট্রোকে দেড় বছরের শিশুর মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
Thumbnail image

নরসিংদীর রায়পুরায় গরমে হিট স্ট্রোকে ইয়াসিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যুর হয়েছে বলে দাবি নিহতের পরিবারের সদস্যদের। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার চাঁনুপুর ইউনিয়নের দক্ষিণ সওদাগর কান্দির গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশু ইয়াসিন দক্ষিণ সওদাগর কান্দি গ্রামের প্রবাসী এনামুল হকের ছেলে। চানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ইয়াছিনের নানা বাচ্চু মিয়া বলেন, ‘শিশু ইয়াসিন তার মায়ের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার সময় অতিরিক্ত গরমে মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে স্থানীয় সওদাগর কান্দিতে উপ স্বাস্থ্য কেন্দ্রে (ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টার) নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

সওদাগর কান্দির চাঁনপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টারে দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান বলেন, ‘শিশু ইয়াছিনকে তার কাছে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। যারা নিয়ে এসেছে তাদের ভাষ্যমতে অতি গরমে শিশুটির মৃত্যু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত