Ajker Patrika

বিচারপতি মানিকের ওপর হামলা, কারাগারে দুই বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচারপতি মানিকের ওপর হামলা, কারাগারে দুই বিএনপি নেতা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার বিএনপির দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন। ওই দুই নেতা হলেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লোকমান হোসেন ও মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব আবুল বাশার।

গত শনিবার লোকমান হোসেনকে দুই দিন ও আবুল বাশারকে একদিনের জন্য রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আসামিদের আজ আদালতে হাজির করা হয়। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. ফরমান আলী প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন জানান। আদালত শুনানি শেষে ওই দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, রিমান্ডে নেওয়ার আগের দিন তাঁদের গ্রেপ্তার করা হয়। তারও আগে, গত ২ নভেম্বর রাতে ও ৩ নভেম্বর সকালে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে হয়। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।

এর আগে ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত