Ajker Patrika

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

টাঙ্গাইল প্রতিনিধি 
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়া বাজারে আজ সোমবার ত্রিমুখী সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়া বাজারে আজ সোমবার ত্রিমুখী সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সালিস বৈঠকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসী সংঘর্ষে জড়িয়েছেন। এতে বিএনপির নেতা-কর্মীসহ ১৫ জন আহত হন।

আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শোলাকুড়া বাজারে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।

আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ সময় ১৮-২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ সময় তারেক আহমেদ নামের স্থানীয় এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করেন হামলাকারীরা।

জানা গেছে, গত শুক্রবার বাংড়া ইউনিয়নের ‘পীরসাব’ বাড়িতে একই ইউনিয়নের মুলিয়া এবং সাকরাইল গ্রামের লোকজনদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার দুপুরে মুলিয়া গ্রামে সালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই সালিসে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ বিরোধ মিটিয়ে দেওয়ার দায়িত্ব দেন।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়া বাজারে আজ সোমবার ত্রিমুখী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দোকানপাট। ছবি: আজকের পত্রিকা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়া বাজারে আজ সোমবার ত্রিমুখী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দোকানপাট। ছবি: আজকের পত্রিকা

বৈঠক চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ওই বিএনপির নেতা গুরুতর আহত হন। আহত হওয়ার খবর তাঁর নিজ গ্রাম সহদেবপুর পৌঁছালে তাঁর অনুসারীরা এসে ওই সংঘর্ষে লিপ্ত হন। পরে সেটি ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। এ সময় অন্তত ১৫ জন আহত হন। শোলাকুড়া বাজারে হামলা চালিয়ে ১৮-২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং দোকানগুলোতে লুটপাট চালানো হয়।

খবর পেয়ে কালিহাতী থানা-পুলিশ, পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ২ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, তিনটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত