Ajker Patrika

নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
Thumbnail image

টাঙ্গাইলের ভূঞাপুরে এক বিদ্যালয়ের তিনতলার ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বিলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মণ্ডল (২৫) রুহুলী মধ্যপাড়ার শামসুল মণ্ডলের ছেলে। পেশায় তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে অন্য শ্রমিকদের সঙ্গে বিলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ছাদ ঢালাইয়ের কাজে যায় সুমন মণ্ডল। কাজ করার সময় হঠাৎ বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে যায় সুমন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সুমন নির্মাণ শ্রমিকের কাজ করতে বিলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলায় কাজ করার সময় নিচে পড়ে যায়। টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ জানান, এ বিষয়ে কেউ অবগত বা কোনো অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত