Ajker Patrika

রায়পুরায় বাজারের নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা ঘটনায় গ্রেপ্তার ৩ 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৩, ১৮: ২৫
রায়পুরায় বাজারের নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা ঘটনায় গ্রেপ্তার ৩ 

নরসিংদীর রায়পুরায় একটি বাজারে দায়িত্বরত নৈশপ্রহরী আবদুল করিমকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত চাপাতি জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ৩টায় এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও কান্দাপাড়া এলাকার মৃত সামসু মিয়ার ছেলে কাউসার মিয়া (৩৬), সোনাকান্দি এলাকার ওলেদ মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮) ও নিলক্ষ্যা রহমতপুর এলাকার ধলা মিয়ার ছেলে বশির মিয়া (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আতশ আলী বাজারে আধিপত্য বিস্তার ও গ্রাম্য দলাদলির কারণে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে গত সোমবার রাত ২টার দিকে কতিপয় সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের দোকানপাট লুট করার উদ্দেশ্যে বাজারে যায়। এ সময় বাজারের পাহারাদার আবদুল করিম তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। 

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকেই জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার একাধিক টিম ও রায়পুরা থানা-পুলিশের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়। 
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আবুল বাশার, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান প্রমুখ। 

প্রসঙ্গত, গত রোববার রাতে আতশ আলী বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালনরত অবস্থায় হত্যাকাণ্ড ঘটে। নিহত আবদুল করিম নিলক্ষ্যা ইউনিয়নের সোনাকান্দি এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। এর আগেও একাধিকবার বাজারটিতে চোরচক্র হানা দিতে চাইলে নিরাপত্তা প্রহরীদের ধাওয়ায় পালিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত