মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে পাম তেল ছিনতাইয়ের ঘটনায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় ১৫ লাখ টাকার পাম তেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি গাড়ি ও নগদ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলম (৩২), নূর আলম ওরফে আলমগীর হোসেন (৩৮), মো. হেলালুজ্জামান (৩২) ও জোবায়ের আহমেদ জীবন ওরফে রাজা (৩৫)।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে শ্রীনগর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি বলেন, জেলা পুলিশের একাধিক ইউনিট তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ৪ মে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন হাজারীবাগ এলাকার একটি দোকান থেকে পাম তেলভর্তি ২৫টি ড্রাম, ২২টি খালি ড্রাম, নগদ ৩৯ হাজার টাকা, একটি কালো রঙের ডাবল কেবিন পিকআপ এবং একটি নীল রঙের পিকআপ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকার মাল্টি ইন্টারন্যাশনাল অয়েল মিল থেকে ৭৫ ড্রামভর্তি ১৩ হাজার ৯৫০ কেজি পাম তেল নিয়ে একটি ট্রাক ঝিনাইদহের উদ্দেশে রওনা দেয়।
রাত ৯টার দিকে ট্রাকটি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও যাত্রীছাউনির কাছে পৌঁছালে কালো রঙের একটি ডাবল কেবিন পিকআপে করে আসা ছয়জনের ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকটি থামায়। তারা চালক মো. রাসেল (২২) ও সহকারী মো. আল-আমিন হোসেনকে (২৩) হাতকড়া পরিয়ে পিকআপে তুলে নেয় এবং জোর করে নেশাজাতীয় জুস খাইয়ে অচেতন করে ফেলে। পরে তারা ট্রাক নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে পাম তেল ছিনতাইয়ের ঘটনায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় ১৫ লাখ টাকার পাম তেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি গাড়ি ও নগদ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলম (৩২), নূর আলম ওরফে আলমগীর হোসেন (৩৮), মো. হেলালুজ্জামান (৩২) ও জোবায়ের আহমেদ জীবন ওরফে রাজা (৩৫)।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে শ্রীনগর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি বলেন, জেলা পুলিশের একাধিক ইউনিট তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ৪ মে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন হাজারীবাগ এলাকার একটি দোকান থেকে পাম তেলভর্তি ২৫টি ড্রাম, ২২টি খালি ড্রাম, নগদ ৩৯ হাজার টাকা, একটি কালো রঙের ডাবল কেবিন পিকআপ এবং একটি নীল রঙের পিকআপ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকার মাল্টি ইন্টারন্যাশনাল অয়েল মিল থেকে ৭৫ ড্রামভর্তি ১৩ হাজার ৯৫০ কেজি পাম তেল নিয়ে একটি ট্রাক ঝিনাইদহের উদ্দেশে রওনা দেয়।
রাত ৯টার দিকে ট্রাকটি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও যাত্রীছাউনির কাছে পৌঁছালে কালো রঙের একটি ডাবল কেবিন পিকআপে করে আসা ছয়জনের ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকটি থামায়। তারা চালক মো. রাসেল (২২) ও সহকারী মো. আল-আমিন হোসেনকে (২৩) হাতকড়া পরিয়ে পিকআপে তুলে নেয় এবং জোর করে নেশাজাতীয় জুস খাইয়ে অচেতন করে ফেলে। পরে তারা ট্রাক নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
২ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
২ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে৫০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের র্যাটহোল (পরিত্যক্ত সুড়ঙ্গ)। কখনো হামাগুড়ি, কখনো নুয়ে হেঁটে র্যাটহোলে ঢুকে গাঁইতি, শাবল, বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে আসেন শ্রমিকেরা। ঝুঁকি নিয়ে এভাবে কয়লা সংগ্রহের সময় ঘটে দুর্ঘটনা। সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে সরকারি হিসাবেই...
২ ঘণ্টা আগে